ট্রাম অলাভজনক হয়ে পড়ায় বাস কেনার ও ডিপোর জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের ভাবনা শুরু হয়েছিল বাম আমলেই। যানজট এড়াতে ট্রামলাইন রাস্তার মাঝে সরিয়ে আনাও হয়েছিল সেই আমলেই। এ বার সেই বামেরাই ট্রাম বাঁচাতে পথে নামছে।
মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতার ঐতিহ্য হিসাবে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে ট্রাম রক্ষার আর্জি জানান। মন্ত্রী জানান, ট্রাম তুলে দেওয়ার কোনও অভিপ্রায় সরকারের নেই। মেট্রোর নির্মাণকাজ-সহ নানা কারণে ট্রাম চলছে না। কোথায় চালানো সম্ভব, দেখা হচ্ছে।
মন্ত্রীর আশ্বাসের পরে বুধবার দলের কলকাতা জেলা কমিটির তরফে সাংবাদিক বৈঠকে সিপিএম নেতৃত্ব অভিযোগ জানান, রাজ্য সরকার ট্রাম তুলে দেওয়ার চেষ্টা করছে। ট্রাম কোম্পানির জমি বেসরকারি হাতে প্রোমোটিংয়ের উদ্দেশ্যে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁদের। কাল, শুক্রবার কলকাতায় প্রথম ট্রাম চলার ১৫০ বছর পূর্তির দিনে ১০টি ডিপোর সামনে বিক্ষোভ দেখাবেন দলীয় কর্মীরা। এ দিন কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার বলেন, ‘‘কম খরচের পরিবেশবান্ধব গণপরিবহণ হিসাবে ট্রাম চালানো জরুরি। তুলে না দিয়ে এর আধুনিকীকরণ করতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)