Advertisement
০৬ মে ২০২৪

জলাধারের ছাদে ফাটল পাম্পিং স্টেশনে

পুরসভা সূত্রের খবর, ৩০ লক্ষ গ্যালন ক্ষমতার ওই বুস্টার পাম্পিং স্টেশনটি বহু পুরনো। ব্রিটিশ আমলে পাতলা ইট দিয়ে সেখানকার জলাধারের কাঠামো তৈরি হয়েছিল।

কলকাতা পুরসভার।

কলকাতা পুরসভার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০০:৪২
Share: Save:

মধ্য কলকাতার মহম্মদ আলি পার্কের বুস্টার পাম্পিং স্টেশনে জলাধারের হাল ভাল নয়। সেটির ছাদে বড়সড় ফাটল ধরেছে। তাতে যে কোনও সময়ে বড়সড় বিপত্তি ঘটতে পারে। মেয়র ফিরহাদ হাকিম জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল ওই জলাধারের হাল দেখে প্রাথমিক ভাবে জানিয়েছেন, সেটির সংস্কার প্রয়োজন। মেয়র জানান, ওই এলাকার জল সরবরাহ বজায় রাখতে আলাদা একটা জলাধার তৈরি করা হবে। তার পরেই শুরু হবে সংস্কারের কাজ।

পুরসভা সূত্রের খবর, ৩০ লক্ষ গ্যালন ক্ষমতার ওই বুস্টার পাম্পিং স্টেশনটি বহু পুরনো। ব্রিটিশ আমলে পাতলা ইট দিয়ে সেখানকার জলাধারের কাঠামো তৈরি হয়েছিল। গত রবিবার ওই জলাধারের পাঁচিল ভেঙে পড়ায় জল বেরোতে থাকে। এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরে পুরসভার কর্মীরা গিয়ে নতুন করে পাঁচিল তৈরি করেন। এর পরে ওই জলাধারের হাল খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের। জল সরবরাহ দফতরের এক আধিকারিক জানান, গত সোমবার বিশেষজ্ঞেরা গিয়ে দেখেন, ওই জলাধারের কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ছাদেও ফাটল ধরেছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুরসভা মনে করছে, মহম্মদ আলি পার্কের উপরে বিভিন্ন সময়ে দুর্গাপুজো-সহ নানা উৎসবের কাঠামো তৈরি হওয়ায় জলাধারের উপরে চাপ বেড়েছে। তাতেই ঘটছে বিপত্তি। ওই পার্কের ঠিক নীচেই সেই জলাধার।

মেয়র বলেন, ‘‘ওই এলাকায় আলাদা একটি জলাধার গড়ার ভাবনা রয়েছে। অস্থায়ী ভাবে কিছু করা যায় কি না, তা-ও দেখা হচ্ছে।’’ তিনি জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপকরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cracks Kolkata Municipal Corporation Firhad Hakim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE