গত আড়াই দশকে শহরের সবুজ প্রায় ১৬ শতাংশ কমেছে। এবং তা কমেই চলেছে। ক্রমহ্রাসমান সেই সবুজে এ বার ভাগ বসাল আমপানও! শহরের প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ উপড়ে সবুজ হ্রাসের প্রক্রিয়াকেই সে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন বিজ্ঞানী-গবেষকেরা। তাঁদের আশঙ্কা, এর প্রভাব পড়তে চলেছে কলকাতার আবহাওয়ার উপরেও।
দেশের একাধিক শহরের সবুজ নিয়ে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স’-এর (আইআইএসসি) এক সমীক্ষা বলছে, নব্বইয়ের দশকে কলকাতায় সবুজের পরিমাণ ২৩.৪ শতাংশ ছিল, আড়াই দশক পরে তা হয়েছে ৭.৩ শতাংশ। উল্টো দিকে, কংক্রিটের রাজত্ব বেড়েছে প্রায় ১৯০ শতাংশ! যে হারে সবুজ ধ্বংস হচ্ছে, সেই প্রক্রিয়া চলতে থাকলে ২০৩০ সালে শহরে সবুজের সম্ভাব্য পরিমাণ দাঁড়াবে মাত্র ৩.৩৭ শতাংশ! এই পরিস্থিতিতে সাড়ে পাঁচ হাজার গাছের ক্ষতি যে অপূরণীয়, মানছেন বিজ্ঞানীরা।
আইআইএসসি-র ‘সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সেস’-এর ‘এনার্জি অ্যান্ড ওয়েটল্যান্ডস রিসার্চ গ্রুপ’ কয়েক দশকের উপগ্রহ-চিত্রের তুলনামূলক বিচার করে কলকাতা, আমদাবাদ, ভোপাল ও হায়দরাবাদের সবুজের শতকরা পরিমাণ বার করে। সংস্থার বিজ্ঞানী টি ভি রামচন্দ্র বলছেন, ‘‘দেশে সবুজের গড় ১৮ শতাংশ। সেখানে কলকাতায় সবুজ খুবই কম। তার উপরে ঝড়ের অভিমুখে বাধা সৃষ্টিকারী ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলায় সামান্য ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ছে। সেখানে আমপানের মতো ঘূর্ণিঝড়ের সামনে যে এত গাছ ভাঙবে, সেটা প্রত্যাশিত! যে শহরগুলিতে সবুজ ধ্বংস করা হচ্ছে সেখানেই এমন সঙ্কট তৈরি হচ্ছে।’’