ভরসন্ধ্যায় আচমকাই বিস্ফোরণের মতো আওয়াজে কেঁপে উঠেছিল গোটা পাড়া। আতঙ্কে রাস্তায় বেরিয়ে এসেছিলেন অনেকেই। খবর পেয়ে আসে পুলিশও। পরে জানা যায়, গ্যাস লিক করে হওয়া ওই বিস্ফোরণের জেরে আগুন ধরে গিয়েছে একটি বাড়িতে। মঙ্গলবার মানিকতলা থানা এলাকার মুরারিপুকুরে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই বাড়ির বাসিন্দা, বছর ২১-এর এক তরুণী। তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, আহত তরুণীর নাম যশশ্রী সাহা। উচ্চ মাধ্যমিক দেওয়া ওই তরুণী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাড়িতে প্রদীপ দিচ্ছিলেন। তিনি রান্নাঘরের কাছে যেতেই তীব্র শব্দে কেঁপে ওঠে আশপাশ। কোনও মতে মুখে হাত দিয়ে বাঁচার চেষ্টা করেন যশশ্রী। তবে, তাঁর পোশাকে আগুন ধরে যায়।
ততক্ষণে বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে বাড়ির সমস্ত জানলার কাচ। খুলে এসেছে দরজার পাল্লা, টিভির ফ্রেম। তরুণীর গায়ের আগুন নিভিয়ে তাঁকে তড়িঘড়ি আর জি কর হাসপাতালে নিয়ে যান পরিজনেরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে ভর্তি নিয়ে নেন।
যশশ্রীর দাদা শুভজিৎ বুধবার বলেন, ‘‘মায়ের হার্টের সমস্যা রয়েছে। মা ঘরেই শুয়ে ছিলেন। হঠাৎ ওই রকম তীব্র আওয়াজে ছুটে দেখতে গিয়ে পড়ে থাকা কাচে মায়ের পা কেটেছে। তবে বোনের অবস্থা এখন স্থিতিশীল বলেজানিয়েছেন চিকিৎসকেরা। যদিও ওর দেহের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। প্রয়োজনে প্লাস্টিক সার্জারি করতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’’
মুরারিপুকুরের ওই বাড়ির তেতলায় স্ত্রী পূর্ণিমা ও দুই ছেলেমেয়েকে নিয়ে থাকেন পেশায় হোসিয়ারি ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহা। বাড়ির একতলা আর দোতলায় তাঁর ব্যবসার কাজ চলে।এ দিন ওই বাড়িতে গিয়ে দেখা গেল, শান্তিরঞ্জন ও তাঁর স্ত্রী হাসপাতালে গিয়েছেন মেয়েকে দেখতে। শুভজিৎ আরও জানান, কয়েক দিন আগেইনতুন করে সাজানো হয়েছিল বাড়ি। দেওয়ালে টাঙানো হয়েছে একাধিক দেবদেবীর ছবি। সেগুলিতেই প্রদীপ দেখাতে দেখাতে যশশ্রী রান্নাঘরের দিকে গিয়েছিলেন বলে জানালেন শুভজিৎ।
বাড়ির ওই অংশে তখনও ছড়িয়ে রয়েছে কাচের টুকরো। রান্নাঘর প্রায় ভেঙে পড়েছে। ফেটে চৌচির হয়ে যাওয়া, আধুনিক কায়দার রান্নার যন্ত্র একটি ‘হবটপ’ দেখিয়ে শুভজিৎ বলেন, ‘‘পুজোর দ্বিতীয়ার দিনের বৃষ্টিতে ভিজে হবটপে কিছু সমস্যা হয়েছিল। দেশলাই দিয়ে বাইরে থেকে আগুন জ্বালিয়ে চালাতে হচ্ছিল। রান্না হয়ে যাওয়ার পরে অদ্ভুত আওয়াজ হচ্ছিল। অনলাইনে পাওয়া সার্ভিস সেন্টারের নম্বরে বার বার ফোন করেও লাভ হয়নি। কাল ওই হবটপ থেকেই গ্যাস লিক করে এই কাণ্ড ঘটেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)