Advertisement
০৭ মে ২০২৪

বৃদ্ধার পচা-গলা দেহ উদ্ধার যাদবপুরে

বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে যাদবপুরের আজাদগড়ের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম সবিতা আঢ্য। তাঁর গলায় একটি ক্ষতচিহ্ন মিলেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৮:২৫
Share: Save:

বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে যাদবপুরের আজাদগড়ের ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম সবিতা আঢ্য। তাঁর গলায় একটি ক্ষতচিহ্ন মিলেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের একাংশের সন্দেহ, সবিতাদেবীকে খুন করা হয়ে থাকতে পারে। সেই কারণেই এ দিন লালবাজারের হোমিসাইড শাখার অফিসারদের ডেকে পাঠানো হয়। ঘটনাস্থলে যায় পুলিশ কুকুরও। এ দিন এমআর বাঙুর হাসপাতালে সবিতাদেবীর দেহ ময়নাতদন্ত করা হয়।

পুলিশ সূত্রের খবর, স্বামী পাঁচুগোপাল আঢ্য মারা যাওয়ার পর সবিতাদেবী কয়েক বছর ধরে একাই ওই ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। এ দিন সকালে ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ বেরোলে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে, বিছানার উপরে সবিতাদেবীর দেহ পড়ে রয়েছে। তাতে পচন ধরাতেই গন্ধ বেরোচ্ছিল।

লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। প্রাথমিক তদন্তের পরে তাঁরা জানান, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ফ্ল্যাটে ঢোকা বা বের হওয়ার একটাই পথ ছিল। তদন্তকারীরা মনে করছেন, ফ্ল্যাটের মধ্যে কেউ ঢুকে বৃদ্ধাকে খুন করার পরে বাইরে থেকে দরজা বন্ধ করে চম্পট দিতে পারে আততায়ীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

deadbody recovered aged lady
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE