Advertisement
০৫ মে ২০২৪

সিলিন্ডার ফেটে আগুন, মৃত্যু বৃদ্ধার

ভোর ৫টা নাগাদ দোতলার রান্নাঘরে চা করছিলেন বিচিত্রাদেবী। তখনই কোনও ভাবে গ্যাস লিক করে সিলিন্ডারে আগুন ধরে যায়। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০২:০৯
Share: Save:

গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকায়। মৃতার নাম বিচিত্রা চন্দ্র (৬১)। পুলিশ জানিয়েছে, রিজেন্ট পার্কের ২৬বি, অশোক ট্রাস্ট এলাকায় থাকতেন দিলীপকুমার চন্দ্র ও তাঁর স্ত্রী বিচিত্রা চন্দ্র। ওই দম্পতির এক ছেলে, এক মেয়ে। কর্মসূত্রে ছেলে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে, মেয়ে দিল্লিতে। এ দিন ভোর ৫টা নাগাদ দোতলার রান্নাঘরে চা করছিলেন বিচিত্রাদেবী। তখনই কোনও ভাবে গ্যাস লিক করে সিলিন্ডারে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে তা ফেটে গেলে অগ্নিদগ্ধ হন ওই বৃদ্ধা।এ দিকে সিলিন্ডার ফাটার আওয়াজ শুনে আশপাশের ফ্ল্যাটের লোকজন ছুটে এসে দেখেন, দাউদাউ করে জ্বলছে রান্নাঘর। জ্বলছেন বিচিত্রাদেবীও। ওই বাড়ির পাশেই মাস্টারদা সূর্য সেন দমকলকেন্দ্র। সেখানে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। পড়শিদের সাহায্যে পুলিশ বিচিত্রাদেবীকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রের খবর, ওই বৃদ্ধার শরীরের বেশির ভাগ অংশই পু়ড়ে গিয়েছিল। সকাল ৮টা নাগাদ হাসপাতালে মারা যান তিনি।

এ দিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, বাড়িতে কেউ নেই। প্রতিবেশীরা জানান, দিলীপবাবুর ছেলে ও মেয়েকে খবর পাঠানো হয়েছে। তাঁরা আসছেন। জানা গিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর আমেরিকায় ছেলের কাছে যাওয়ার কথা ছিল চন্দ্র দম্পতির। তার আগেই এমন আকস্মিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পড়শিরা। পুলিশ জানিয়েছে, বিকেলে দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Woman Fire Cylinder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE