গত মাসেই কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গির সংক্রমণ এ বছর যে হারে বাড়ছে, তাতে কপালে ভাঁজ পড়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্তাদের।
পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে পাওয়া পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা পুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৩৭০ জন। চলতি বছরে ওই একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৯। পুর স্বাস্থ্য বিভাগের এক আধিকারিকের কথায়, ‘‘ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির সময় হল অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর। গত এক মাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ভালই বেড়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা কম থাকলেও এ বার কিন্তু ডেঙ্গি নিয়ে ভাবার সময় এসেছে।’’ পুর স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, এ বারেও দক্ষিণ কলকাতায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। উত্তর কলকাতার এক নম্বর বরো এলাকায় গত বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এ বছর ওই একই সময়ে আক্রান্ত হন ২৮ জন। এক নম্বর বরোর এক ও ছয় নম্বর ওয়ার্ড, অর্থাৎ, কাশীপুর এলাকায় পুর স্বাস্থ্য বিভাগ নজরদারি চালাচ্ছে।
মধ্য ও দক্ষিণ কলকাতার ছয় নম্বর বরো, অর্থাৎ, ধর্মতলা, তালতলা, রিপন স্ট্রিট, মৌলালি, এন্টালি, বেনিয়াপুকুরের মতো এলাকায় গত বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হন ১৮ জন। এ বছর সংখ্যাটা ৩০। সাত নম্বর বরো, অর্থাৎ, পার্ক স্ট্রিট, মল্লিকবাজার, ট্যাংরা, পার্ক সার্কাসে গত বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৩১ জন। এ বছর সংখ্যাটা ৪১। ওই বরোর শুধু ৫৭ ও ৬৭ নম্বর ওয়ার্ডেই এ বছর এখনও পর্যন্ত যথাক্রমে সাত জন ও দশ জন আক্রান্ত হয়েছেন। আট নম্বর বরো, অর্থাৎ, গড়িয়াহাট, বালিগঞ্জ, ভবানীপুর এলাকায় ২০২৪-এর ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৭। এ বছর তা বেড়ে হয়েছে ৬৫। ওই বরোর ৭০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি অসীম বসুর কথায়, ‘‘ডেঙ্গি বাড়ছে ঠিকই, পাশাপাশি পুরসভার তরফে আমরা সচেতনতার প্রচারও বাড়াচ্ছি। প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শনে জোর দেওয়া হচ্ছে।’’
নয় নম্বর বরোর ভবানীপুর, আলিপুরের একাংশ, একবালপুর, মোমিনপুর ও হেস্টিংস কলকাতা বন্দর এলাকার অধীনে। গত বছরের ১ জানুয়ারি এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে ওই বরো এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৪। এ বছর তা ৭৫। ওই বরোর ৭৭ নম্বর ওয়ার্ডে (একবালপুর, মোমিনপুর এলাকা) আক্রান্তের সংখ্যা ২০২৩ সালকেও (১৪) ছাড়িয়ে এ বার ১৬-তে পৌঁছেছে। ওই বরোর ৭৪, ৭৬, ৭৮ ও ৭৯ নম্বর ওয়ার্ডেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। পুরসভার এক চিকিৎসকের কথায়, ‘‘এ বছর আলিপুর, একবালপুর, মোমিনপুরে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে মানুষকে খুব সতর্ক থাকতে হবে।’’ এর পাশাপাশি, এ বছর ১০, ১২, ১৩ ও ১৪ নম্বর বরো এলাকাও চিন্তায় রেখেছে পুরসভাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)