Advertisement
১৮ মে ২০২৪

ঘন কুয়াশায় জেরে বিপর্যস্ত কলকাতার বিমান পরিষেবা

ঘন কুয়াশার জেরে বিঘ্নিত হল কলকাতা বিমান বন্দরের বিমান চলাচল। গতকাল রাত ১২ টার পর থেকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে সে সময় কোনও বিমানই বিমানবন্দরে নামতে পারেনি। রাতের দিকে সাধারণত আন্তর্জাতিক বিমানগুলি দমদম বিমানবন্দর থেকে ছাড়ে অথবা অবতরণ করে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ১০:০২
Share: Save:

ঘন কুয়াশার জেরে বিঘ্নিত হল কলকাতা বিমান বন্দরের বিমান চলাচল। গতকাল রাত ১২ টার পর থেকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে সে সময় কোনও বিমানই বিমানবন্দরে নামতে পারেনি। রাতের দিকে সাধারণত আন্তর্জাতিক বিমানগুলি দমদম বিমানবন্দর থেকে ছাড়ে অথবা অবতরণ করে। দমদম বিমানবন্দরে যে উন্নত প্রযুক্তির ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করা হয়, সেই ক্যাট টু আইএলএস-এর সাহায্যে উপর থেকে রানওয়ে অবধি ৩৫০ মিটার দৃশ্যমানতা থাকলেই অবতরণ করা সম্ভব। কিন্তু রাত ১২টার পর থেকে দৃশ্যমানতা কমে ৫০মিটার হয়ে যায়। ফলে বড় বড় এয়ারলাইন্সের বিমানগুলির কোনওটাকে দিক পরিবর্তন করে ঢাকায় কোনওটাকে বা হায়দরাবাদে নামাতে হয়েছে। কোনওটাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে দুবাইয়ে। আজ সকাল ৪টা ১৫ অবধি চলেছে এই বিপর্যয়। বিমানবন্দর সূত্রে খবর পরিস্থিতি এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।

আরও পড়ুন-ডানা রুখল কুয়াশা

এই মরসুমে প্রথম কুয়াশার ফলে এতটা বিঘ্নিত হল বিমান চলাচল। কলকাতায় এই ধরণের ঘন কুয়াশার নজির বেশ বিরল বলে জানা গেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata airport kolkata dumdum fog
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE