ভারবহণ ক্ষমতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত তিন দিন বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ। ২৪ জুলাই রাত ১০টা থেকে ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে কোনও রকমের গাড়ি চলাচল করবে না।
যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, সন্তোষপুর, ইএম বাইপাসের সঙ্গে গোলপার্ক, গড়িয়াহাট, ধর্মতলা এবং হাওড়া-শিয়ালদহের মধ্যে যাতায়াতের জন্যে বহু মানুষ এই সেতু ব্যবহার করেন। দক্ষিণ কলকাতার ব্যস্ততম সেতুগুলোর মধ্যে এটি একটি। কিন্তু মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর শহরের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে।
এই ক’দিন ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সময় গাড়ি চলবে অন্য রুট দিয়ে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক (সেকেন্ড লেন) দিয়ে। ছোট গাড়িগুলি যাবে গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে।