Advertisement
২০ এপ্রিল ২০২৪
doctor

ওষুধের মূল্যবৃদ্ধি! মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে দেখা করা বন্ধ করলেন চিকিৎসক

ওষুধের দাম বাড়লে সমস্যায় পড়েন রোগীরা। বিশেষত রোগ নিয়ন্ত্রণে যাঁদের দিনের পর দিন ওষুধের উপর নির্ভর করতে হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০০:১০
Share: Save:

নিজেদের কোম্পানির ওষুধের গুণাগুণ সবিস্তারে তুলে ধরতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা নিয়মিত দেখা করেন চিকিৎসকদের সঙ্গে। চিকিৎসকেরাও নিজেদেরকে ওয়াকিবহাল রাখেন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে দেখা করে। কিন্তু ওষুধের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে এ বার সেই ‘সাক্ষাৎ’পর্বই বন্ধ করে দিতে চাইছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে বার্তাও দিতে চান বলে জানিয়েছেন।

পেট্রোপণ্য থেকে ওষুধ— সব কিছুরই ক্রমাগত দাম বেড়ে চলেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। যোগীরাজের দাবি, একাধিক রোগে আক্রান্ত বা পুরনো রোগের ক্ষেত্রে অনেককেই নিয়মিত ওষুধ খেতে হয়। এ রকম অবস্থায় রোগীকে দৈনিক তিন থেকে চারটি ওষুধ খেতে হলে মাসিক খরচ কয়েক হাজার টাকা হয়ে যায়। ওষুধের সংখ্যা বাড়লে বাড়ে খরচও। তাঁর কথায়, ‘‘অনেক রোগী এত টাকা খরচ করতে পারেন না যে নিত্যনতুন দামি ওষুধ লিখব! খারাপও লাগে। তাই ওষুধের বৈজ্ঞানিক তথ্য নিয়ে কী করব? রোগীর পরিবার যদি সেটা কিনতে না পারেন তা হলে লাভ কী!’’ তাঁর মতে, ‘‘আমরা শুধু ওষুধের দাম কমানোর কথা বলি। আদৌ সেটা ঠিক জায়গায় পৌঁছচ্ছে কি না জানি না। তাই ঠিক করেছি, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে দেখা করব না।’’

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের উদ্দেশে লেখা চিঠি।

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের উদ্দেশে লেখা চিঠি।

যোগীরাজের অভিনব এই প্রতিবাদের প্রেক্ষিতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষে অরুণাভ ধর বলেন, ‘‘দাম বাড়লে সংস্থাগুলির লাভ হয় ঠিকই, কিন্তু মানুষ ওষুধ কিনতে না পারলে আমাদের কাজের কী কোনও দাম থাকে? আমরাও চাইছি ওষুধের দাম কমুক। তবে এটা ঠিক যে, যোগীরাজ রায়ের সিদ্ধান্তে আমাদের কাজের অসুবিধা হবে। কিন্তু বৃহৎ স্বার্থের কথা ভেবে ওঁকে সাধুবাদ জানাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

doctor medicine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE