শেকসপিয়ার সরণিতে গাড়ির ধাক্কায় দু’জনের মৃত্যুর ঘটনায়, অভিযুক্ত আরসালান পারভেজকে ১২ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। শুক্রবার মধ্যরাতের ওই দুর্ঘটনায় মৃত দু’জনেই ছিলেন বাংলাদেশের নাগরিক।
শনিবার সারা দিনের তদন্তের পর পুলিশ নিশ্চিত, এটি আচমকা ভুলে ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, বরং দুর্ঘটনার আগে থেকেই নিয়ম ভেঙে বেপরোয়া গাড়ি ছোটাচ্ছিলেন আরসালান পারভেজ। দুর্ঘটনার একটু আগেও ট্রাফিক সিগন্যাল ভেঙেছিলেন ঘাতক জাগুয়ারের চালক।
ধৃত আরসালান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, রাতে তিনি রাসেল স্ট্রিট ধরে আসছিলেন। সেই বয়ান ধরে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, রাসেল স্ট্রিট থেকে জাগুয়ারটি মিডলটন স্ট্রিট ধরে। সেই রাস্তা ধরে জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে বাঁ দিকে যাওয়ার সময় সিগন্যাল লাল ছিল। সেই সিগন্যাল ভেঙেই জাগুয়ারটি চলে যায় বিড়লা তারামণ্ডলের দিকে। সেখান থেকে বাঁ দিকে মোড় নিয়ে চলে যায় শেক্সপিয়র সরণিতে।