মেট্রো রেল, চক্র রেল এবং বিভিন্ন লাইনের লোকাল ট্রেনের লাইন থাকায় দিনভর লক্ষ লক্ষ লোক যাতায়াত করেন দমদম স্টেশন রোড দিয়ে। অথচ ফুটপাথ থেকে রাস্তা জুড়ে দোকান-বাজারের রমরমা। ফলে ঘিঞ্জি রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হিমসিম খান পথচারী। অপরিসর অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তায় বাস, লরি-সহ গাড়ির চাপে যানজট নিত্য ঘটনা।
এ বার এই ছবি বদলে পথচারীর জন্যে ফুটপাথ, সৌন্দর্যায়ন ও গাড়ি চলাচলের জন্য রাস্তা ফাঁকা করার ভাবনা শুরু করেছে দক্ষিণ দমদম পুরসভা। সেই ভাবনা কার্যকরী করতে প্রচেষ্টা শুরু করেছেন পুর কর্তৃপক্ষ।
দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ (জনস্বাস্থ্য ও নিকাশি) দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর পাল জানান, স্টেশন রোডের ধারে একটি বেসরকারি প্রকল্প হচ্ছে। ওই প্রকল্প এলাকায় একটি বাজার আছে। তার সংলগ্ন পরিত্যক্ত জায়গাতেই বাজার ও সংলগ্ন এলাকার হকারদের বসার জায়গার দাবি রাখা হয়েছিল। প্রকল্প রূপায়ণকারী সংস্থা রাজি হওয়ায় দেবাশিসবাবু, প্রবীরবাবু ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দত্তের উপস্থিতিতে হকারদের একাংশের সঙ্গে চুক্তিও হয়েছে।
পাশাপাশি পুরসভাকে ওই সংস্থার একটি বড় জায়গা লিজের ভিত্তিতে দেওয়ার কথা। সেখানে খেলাধুলোর ব্যবস্থা ও সৌন্দর্যায়ন হবে বলে জানান দেবাশিসবাবু। সংস্থার তরফে এক প্রতিনিধির দাবি, এর পাশাপাশি একটি ভবন-সহ ১০০ কাঠা জমি লিজ দেওয়া হবে পুরসভাকে।
বাসিন্দাদের বক্তব্য, কাজ হলেও স্টেশন রোড পুরো দখলমুক্ত হবে না। দেবাশিসবাবু বলেন, ‘‘বাগজোলা খালপাড়ের মতো দমদম স্টেশন রোডের ছবিও বদলাবে।’’