Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গাঁধী জয়ন্তীতে ইস্ট-ওয়েস্ট চালুর ভাবনা

মেট্রো সূত্রে খবর, প্রকল্প শুরুর তারিখ এগিয়ে আসায় তৎপরতা বাড়াচ্ছেন কর্তারা। এপ্রিলে বেঙ্গালুরু থেকে রেক আসার কথা। পরবর্তী ছ’মাসে ‘ট্রায়াল রান’-এর পরে গাঁধী জয়ন্তীতেই পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছে মেট্রো।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৮ ০২:৪১
Share: Save:

কর্তারা ঠিক করেছিলেন পুজোর মুখে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। কিন্তু সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় পরিদর্শনে এসে জানালেন পুজোর দিন পনেরো আগে গাঁধী জয়ন্তীতেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। উদ্বোধনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে হাওড়া ময়দানে মেট্রোর সুড়ঙ্গ পরিদর্শনে যান যান বাবুল।

কেন্দ্রের তরফে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত ভারী শিল্প দফতরের প্রতিমন্ত্রী বাবুল আরও বলেন, “চেষ্টা চলছে জানুয়ারির মাঝামাঝি ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্প্রাসারিত করার।” মেট্রো সূত্রে খবর, প্রকল্প শুরুর তারিখ এগিয়ে আসায় তৎপরতা বাড়াচ্ছেন কর্তারা। এপ্রিলে বেঙ্গালুরু থেকে রেক আসার কথা। পরবর্তী ছ’মাসে ‘ট্রায়াল রান’-এর পরে গাঁধী জয়ন্তীতেই পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছে মেট্রো।

তবে শুরুতে মেট্রো চলবে পাঁচ নম্বর সেক্টর থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। শিয়ালদহ স্টেশনের কাজ শেষ হতে আরও দু’বছর লাগবে।
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গের কাজ শুরুই হয়নি। হাওড়া ময়দান থেকে পাঁচ নম্বর সেক্টর পর্যন্ত পুরো পথে মেট্রো চলাচল শুরু করতে ২০২১ সাল গড়িয়ে যেতে পারে বলে জানান বাবুল। এ দিন ইস্ট-ওয়েস্ট প্রকল্পে জমি-জট কাটানোর প্রশ্নে রাজ্য সরকারের সদর্থক ভূমিকার প্রশংসাও করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East-West metro Gandhi Jayanti metro rail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE