ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের মধ্যে ৪.৮ কিলোমিটার অংশে মেট্রো পরিষেবা চলতি বছরের শেষে খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাই এসপ্লানেড স্টেশনের কাজ দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা চলছে বলে মেট্রো সূত্রের খবর। পশ্চিমে হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলেও এসপ্লানেড স্টেশনের শেষ পর্বের একাধিক কাজ বাকি রয়েছে। ওই মেট্রোর পরিষেবার নিরিখে এসপ্লানেড স্টেশনের গুরুত্ব যথেষ্ট বেশি। এমনিতে এখনই উত্তর-দক্ষিণ মেট্রোর অন্যতম ব্যস্ত স্টেশন সেটি। ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হলে যাত্রীরা নতুন স্টেশনের সংযোগকারী পথের মাধ্যমে রুট বদল করার সুযোগ পাবেন। সব দিক দেখেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড স্টেশনের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে মেট্রোর পক্ষ থেকে তৎপরতা বেড়েছে।
মেট্রো সূত্রের খবর, প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। স্টেশনে একাধিক চলমান সিঁড়ি বসানোর কাজ চলছে। তবে স্টেশনের একেবারে উপরের তলায়, প্রবেশপথের অংশে একাধিক কাজ এখনও বাকি। গঙ্গার পূর্বে, এসপ্লানেডের ঠিক আগের স্টেশন বি বা দী বাগের কাজ প্রায় সম্পূর্ণ। বৌবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের জেরে দীর্ঘদিন এসপ্লানেডের কাজের ক্ষেত্রে একাধিক অসুবিধা ছিল। বৌবাজারের অংশ পর্যন্ত সুড়ঙ্গের গভীরে যাতায়াত ছাড়াও বিভিন্ন যন্ত্র পৌঁছে দেওয়ার জন্য এসপ্লানেড স্টেশনে বিশেষ ব্যবস্থা রাখতে হয়েছিল। সম্প্রতি বৌবাজারের সমস্যা আগের তুলনায় অনেকটা কমেছে। তাতে এসপ্লানেড স্টেশন সম্পূর্ণ করার ক্ষেত্রে জট কেটেছে। সব দিক দেখেই জরুরি ভিত্তিতে স্টেশনটি পরিষেবার উপযোগী করে তোলার কাজ চলছে।
হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত নদীর নীচ দিয়ে মেট্রো ছোটানোর মহড়া শুরু হয়েছে আগেই। সেই মহড়া এখনও চলছে। তবে মহড়াচলাকালীন এসপ্লানেড স্টেশনকে আধিকারিকেরা খুব কম ব্যবহার করতেন। নির্মাণ বাকি থাকার কারণেই ওই সমস্যা হত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)