ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। বুধবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে। মৃতার নাম মাজেদা বিবি (৬০)। তাঁর বাড়ি রাজারহাটে। এর আগে উত্তর শহরতলির বাসিন্দা এক শিশু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার এনএস-১ পজ়িটিভ এসেছিল। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়।
রাজারহাটের লাঙলপোঁতার মাটিয়াগাছার বাসিন্দা মাজেদা গত শুক্রবার থেকে জ্বরে আক্রান্ত ছিলেন। শনিবার তাঁর রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজ়িটিভ আসে। জ্বর ক্রমশ বাড়তে থাকায় মাজেদাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই প্রৌঢ়াকে সোমবার বেলেঘাটা আইডি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। সূত্রের খবর, ক্রমশ মাজেদার প্লেটলেট নামতে শুরু করেছিল। এ দিন দুপুর আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার রাজারহাটের ওই এলাকায় প্রচুর মানুষ জ্বরে আক্রান্ত। বার বার করে ওই এলাকায় জল জমিয়ে না রাখা-সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বারাসত-২ নম্বর ব্লকের এক আধিকারিক বলেন, ‘‘ঘটনাটি নজরে এসেছে। ওই এলাকায় দুর্গাপুজোর আগে এক জন ডেঙ্গিতে মারা গিয়েছেন। ওই এলাকায় অধিকাংশ পরিযায়ী শ্রমিকের বসবাস। তাই কে, কোথা থেকে অসুস্থ হয়ে আসছেন, বোঝা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতির দিকে নজর রেখে ডেঙ্গি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)