Advertisement
০২ জুন ২০২৪

ফাঁকা বাড়িতে গ্রিল কেটে চুরি

শহরের দু’টি এলাকায় লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনা ঘটল। প্রথম ঘটনাটি ঘটে কসবা থানা এলাকায়। অপরটি গড়িয়াহাট থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কসবা থানা এলাকার রাজডাঙার বাসিন্দা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্চন সরকার বাড়িতে তালা দিয়ে বেরোন। সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর স্ত্রী ও মেয়ে অন্বেষা ফেরেন। অভিযোগ, তাঁরা তালা খুললেও ভিতর থেকে দরজা বন্ধ ছিল। ভিতরে অর্চনবাবু থাকতে পারেন ভেবে অন্বেষা তাঁর বাবাকে ফোন করে দরজা খুলতে বলেন। অর্চনবাবু তখন জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ০২:০৬
Share: Save:

শহরের দু’টি এলাকায় লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনা ঘটল। প্রথম ঘটনাটি ঘটে কসবা থানা এলাকায়। অপরটি গড়িয়াহাট থানা এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কসবা থানা এলাকার রাজডাঙার বাসিন্দা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্চন সরকার বাড়িতে তালা দিয়ে বেরোন। সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর স্ত্রী ও মেয়ে অন্বেষা ফেরেন। অভিযোগ, তাঁরা তালা খুললেও ভিতর থেকে দরজা বন্ধ ছিল। ভিতরে অর্চনবাবু থাকতে পারেন ভেবে অন্বেষা তাঁর বাবাকে ফোন করে দরজা খুলতে বলেন। অর্চনবাবু তখন জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন।

সন্দেহ হওয়ায় অন্বেষা কসবা থানায় ফোন করেন। ইতিমধ্যে ফিরে আসেন অর্চনবাবু। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। অর্চনবাবু জানান, ভিতরে ঢুকতেই দেখা যায় একতলার একটি ও দোতলার দু’টি ঘরেরই আলমারি খোলা। ঘর লণ্ডভণ্ড। চুরি গিয়েছে লক্ষাধিক টাকার গয়না এবং প্রায় এক লক্ষ টাকা মূল্যের একটি হাতঘড়ি। পুলিশের অনুমান, রান্নাঘরের গ্রিল ভেঙে পালায় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট থানার বালিগঞ্জ প্লেসের একটি ফ্ল্যাটে। পুলিশের অনুমান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে জানলার গ্রিল কেটে ওই ফ্ল্যাটে ঢোকে দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্ল্যাটটিতে ভাড়া থাকেন কিরণ কুমারী নামে রাষ্ট্রায়ত্ত সংস্থার এক কর্মী। মায়ের শরীর খারাপ থাকায় তিনি রবিবার পটনা যান। ফলে ফ্ল্যাট ফাঁকাই ছিল। মঙ্গলবার সকালে ওই ফ্ল্যাটের মালিক কিরণকে ফোনে ঘটনাটি জানান। দুপুরে ফিরে কিরণ দেখেন, একটি জানালার গ্রিল কাটা। ফ্ল্যাট লণ্ডভণ্ড। আলমারি খোলা। কিরণ পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না এবং বেশ কিছু রুপোর মুদ্রা খোয়া গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE