কলকাতার পরিবেশ কিংবা ঐতিহ্য সংক্রান্ত তথ্য জানতে বা কোনও অভিযোগ জানাতে এত দিন সাধারণ মানুষকে দফতরে দফতরে ঘুরতে হত। এই দীর্ঘসূত্রিতা ও হয়রানি থেকে নাগরিকদের মুক্তি দিতে বড় পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। পুরসভার পরিবেশ ও হেরিটেজ বিভাগে আরও উন্নত ও আধুনিক অনলাইন পরিষেবা চালুর লক্ষ্যে শুরু হচ্ছে ই-কেএমসি ২.০-র নতুন মডিউল।
পুরসভা সূত্রের খবর, এই মডিউল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে। পুরো প্রকল্পটির দায়িত্ব থাকবে কলকাতা পুরসভার তথ্যপ্রযুক্তি বিভাগের উপর। ডিজিটাল গভর্ন্যান্স প্ল্যাটফর্মের অংশ হিসাবেই পরিবেশ ও হেরিটেজ মডিউলটি চালু করা হচ্ছে। এর মাধ্যমে বিভাগের কর্মপ্রবাহ সম্পূর্ণ ডিজিটাল করা হবে এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত ও স্বচ্ছ ভাবে সম্পন্ন করা যাবে।
কলকাতা পুরসভার লক্ষ্য উন্নত শাসনব্যবস্থা গড়ে তোলা এবং নাগরিকদের জন্য গুণগত, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী পরিষেবা নিশ্চিত করা। সেই লক্ষ্য মাথায় রেখে রূপান্তরমূলক সংস্কারের পথে হেঁটে তথ্যপ্রযুক্তি বিভাগ ই-কেএমসি ২.০ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ মডিউল সফলয়ভাবে চালু হয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে পরিবেশ ও হেরিটেজ সংক্রান্ত এই নতুন ডিজিটাল পরিষেবা।
ই-কেএমসি ২.০-এর মাধ্যমে চালু হওয়া পরিবেশ ও হেরিটেজ মডিউল বিভাগকে ঐতিহ্যবাহী স্থান, জলাশয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের তথ্য রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় বিশেষ সহায়তা করবে। সমস্ত তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকায় নথি খোঁজা, যাচাই করার কাজ অনেক সহজ হবে।
উল্লেখ্য, পরিবেশ ও হেরিটেজ বিভাগের মূল দায়িত্বের মধ্যে রয়েছে কলকাতা পুরনিগমের আওতাধীন সমস্ত ঐতিহ্যবাহী ভবন, মূর্তি, কাঠামো, স্মৃতিস্তম্ভ, পার্ক এবং জলাশয়ের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। নতুন মডিউল চালু হলে এই সব সম্পদের অবস্থান, অবস্থা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
পুর কর্তৃপক্ষের মতে, এই ডিজিটাল উদ্যোগের ফলে নাগরিকদের হয়রানি যেমন কমবে, তেমনই প্রশাসনিক কাজের গতি ও স্বচ্ছতাও বহুগুণ বাড়বে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহরের পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় আরও কার্যকর নজরদারি ও পরিকল্পনা সম্ভব হবে বলেই মনে করছে পুরসভা।