তাঁর কলকাতা সফরে এ শহরের বিচিত্র সংস্কৃতির খোঁজে ডুব দিলেন আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি। শহরের রাস্তায় বিভিন্ন মেজাজে তাঁর বেশ কিছু ছবি টুইট করেছেন তিনি। গিয়েছেন সাবেক চিনাপাড়া টেরিটিবাজারে,ছবি তুলেছেন বহু প্রাচীন ‘চিনা ইটিংহাউজ়’-এর সামনে। চায়ের ভাঁড় হাতে হেঁটেছেন ভিড়ের সঙ্গে। ওই পাড়াতেই পুরনো ইমামবাড়া ঘুরে দেখছেন। গিয়েছেন বড়বাজারে পোলক স্ট্রিটে বেথ-এল সিনাগগেও।
তাঁর টুইটে আমেরিকান রাষ্ট্রদূত লিখেছেন, “কলকাতা সত্যিই নানা রঙের সংস্কৃতির শহর। আমি এ শহরের সমন্বয়ের ইতিহাসের গভীরতা অনুভব করেছি এবং বিচিত্র সব উপাসনালয়ে ঘুরে দেখেছি। এই প্রতিষ্ঠানগুলির সহাবস্থান কলকাতার ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্বের কথা বলে।” সন্ধ্যায় শহরের কয়েক জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে দেখাও করেন তিনি। আজ, বৃহস্পতিবার আমেরিকান সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হবেন এরিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)