Advertisement
০৪ মে ২০২৪

চারুচন্দ্রের বৈঠকে হতাশ শিক্ষকেরা

চারুচন্দ্র কলেজে কয়েক মাস ধরে দফায় দফায় গোলমাল হয়েছে। কয়েক দিন আগে সেখানে শিক্ষক-নিগ্রহের ঘটনাও ঘটে। যার জেরে পুলিশের সাহায্য নিয়ে বাইরে বেরোতে হয় শিক্ষকদের।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ০২:৩৫
Share: Save:

চারুচন্দ্র কলেজের পরিচালন সমিতির বৈঠক কার্যত হতাশ করল শিক্ষকদের। সূত্রের খবর, বৈঠকে ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ করা যায় কি না, তা নিয়ে আলোচনাই হয়নি। নিরাপত্তারক্ষী না রাখার বিষয়ে ছাত্রেরা কেন নাক গলাবেন, তা নিয়েও প্রশ্ন ওঠেনি বলে দাবি সমিতির সদস্যদের একাংশের। উল্টে, কী ভাবে শিক্ষকদের সংযত হওয়া উচিত, সেই বার্তাই দেওয়া হয়েছে। ফলে হতাশ অনেকে।

চারুচন্দ্র কলেজে কয়েক মাস ধরে দফায় দফায় গোলমাল হয়েছে। কয়েক দিন আগে সেখানে শিক্ষক-নিগ্রহের ঘটনাও ঘটে। যার জেরে পুলিশের সাহায্য নিয়ে বাইরে বেরোতে হয় শিক্ষকদের। এ সবেরর প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্যই শুক্রবার পরিচালন সমিতির সদস্যেরা বৈঠকে বসেন। কিন্তু সেখানে ছাত্র সংসদকে কী ভাবে বাগে আনা যায়, তা নিয়ে কোনও আলোচনাই হয়নি। ওই বৈঠকে তিন জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু অভিযোগ, তাঁদের মধ্যে কেউ কিছু বলেননি, কাউকে আবার বলতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গোলমালের জেরে আগেও রাতে অবস্থানে বসেছিলেন শিক্ষকেরা। এ দিন সমিতির এক সদস্য বলেন, ‘‘শিক্ষকদের পরপর প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু সব গোলমালের জট যেখানে, সেই পর্যন্ত পৌঁছনোই গেল না। উল্টে আমাদেরই সংযত হতে বলা হল, এটাই দুঃখের।’’ অধ্যক্ষ সত্রাজিৎ ঘোষ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ দিন তাঁকে প্রশ্ন করা হয়, ছাত্রেরা কি ক্ষমা চেয়েছেন? তাঁর উত্তর, ‘‘অপেক্ষা করছি।’’ তবে সমিতির এ দিনের বৈঠক নিয়ে কেউ মুখ খোলেননি। সদস্যদের মোবাইলে বারবার চেষ্টা করলেও কেউ ফোন ধরেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE