Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Fake job

মেট্রো, বিমান সংস্থায় কাজ দেওয়ার নামে প্রতারণা, জালে ৪ অভিযুক্ত

মানিকতলা থানায় সম্প্রতি একের পর এক প্রতারণার অভিযোগ জমা পড়ে। অভিযুক্তরা একটা অফিস খুলে ভুয়ো নথিপত্র তৈরি করে চাকরি প্রার্থীদের প্রতারিত করছিল।

ধৃত অভিযুক্তরা। নিজস্ব চিত্র

ধৃত অভিযুক্তরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৩
Share: Save:

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ফের প্রতারণার অভিযোগ। কলকাতা মেট্রো-সহবেসরকারি একটি বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে এক চক্র সক্রিয় হয়ে উঠেছিল। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে অনেকের লাখ লাখ টাকা খোয়াগিয়েছে। তদন্তে নেমে সোদপুর থেকে মানিকতলা থানার পুলিশ বুধবার চার অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতেরা হলেন শক্তি বর্মণ, বিক্রম সেন, পঙ্কজ ঘোষ এবং সন্ধ্যা দাস।

মানিকতলা থানায় সম্প্রতি একের পর এক প্রতারণার অভিযোগ জমা পড়ে। অভিযুক্তরা একটা অফিস খুলে ভুয়ো নথিপত্র তৈরি করে চাকরি প্রার্থীদের প্রতারিত করছিল। চাকরি পাওয়ার আগে শারীরিক পরীক্ষার বন্দোবস্তও করত তারা। এমন ভাবে তাঁদের ফাঁদে ফেলা হত, বোঝার উপায় ছিল নাআসলে তা সম্পূর্ণ ভুয়ো। এমনকি নকল নিয়োগপত্রও দেওয়া হত। মানিকতলা থানায় এমন বহু অভিযোগ জমা পড়ায় তদন্তে নামে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ষড়ষন্ত্রের ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:চোরাই মালের তালিকা দিয়ে কিনে আনতে বলেছিল সিঁথি থানা! তদন্তে নতুন মোড়
আরও পড়ুন:মোদীর এসপিজি নিরাপত্তায় প্রতিদিনের খরচ ১ কোটি ৬২ লাখ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fake job Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE