Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Road Accident

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর ধাক্কা দামি গাড়ির, আহত চার

এ জে সি বসু রোড এবং শেক্সপিয়র সরণির সংযোগস্থলে গাড়িটি প্রথমে ধাক্কা মারে এক পথচারীকে। এর পরে সেটি ঘুরে গিয়ে পর পর দু’টি গাড়িতে ধাক্কা মারে।

A Photograph representing Road Accidents

পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বিলাসবহুল গাড়িটির চালক ও পথচারী-সহ মোট চার জন। গাড়িটি আটক করেছে পুলিশ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:২৮
Share: Save:

নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী এবং দু’টি গাড়িকে পর পর ধাক্কা মারল একটি বিলাসবহুল গাড়ি। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানা এলাকার এ জে সি বসু রোড এবং শেক্সপিয়র সরণির সংযোগস্থলে ওই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন বিলাসবহুল গাড়িটির চালক ও পথচারী-সহ মোট চার জন। গাড়িটি আটক করেছে পুলিশ।

লালবাজার সূত্রের খবর, নিউ টাউনের বাসিন্দা গৌতম গিরি এ দিন সকালে তাঁর মেয়েকে শেক্সপিয়র সরণি থানা এলাকায় স্কুলে পৌঁছতে গিয়েছিলেন। মেয়েকে স্কুলে নামিয়ে বেকবাগানের দিক থেকে মল্লিকবাজারের দিকে আসার সময়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান গৌতম। এ জে সি বসু রোড এবং শেক্সপিয়র সরণির সংযোগস্থলে গাড়িটি প্রথমে ধাক্কা মারে এক পথচারীকে। এর পরে সেটি ঘুরে গিয়ে পর পর দু’টি গাড়িতে ধাক্কা মারে। খবর পেয়ে দ্রুত পুলিশ পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করায়। গৌতম হাসপাতালে চিকিৎসাধীন হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গাড়ির উপরে নিয়ন্ত্রণ হারান গৌতম। যার ফলে ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। স্থানীয় এক দোকানদার বলেন, ‘‘তখন সবে দোকান খুলছি। হঠাৎ দেখলাম, একটি সাদা গাড়ি এসে একের পর এক গাড়িতে ধাক্কা মারছে। এর পরে সেটি রাস্তার মাঝামাঝি এসে দাঁড়িয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন আহতেরা। পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়।’’

অন্য দিকে, এ দিন ডায়মন্ড হারবার রোডে জোকা ট্রাম ডিপোর কাছে একটি সরকারি বাসের ধাক্কায় অটো উল্টে গেলে চালক-সহ অটোর চার যাত্রী আহত হন। তাঁদের সকলকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও আঘাত গুরুতর নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE