ফিফি হারিয়ে গিয়েছে। গত ২৪ জুন বিমানে চেপে কলকাতায় নামার পরে বিমানবন্দর থেকেই উধাও ছ'মাসের ফিফি। তার পর থেকে বিমানবন্দর ও তার আশপাশের এলাকা পায়ে হেঁটে চষে ফেলেছেন জনা পাঁচেক ছাত্রী। কিন্তু, শনিবার পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে।
সন্দেহ এখন ঘনীভূত হয়েছে, ফিফি কোনও ভাবে কলকাতা বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় লুকিয়ে থাকতে পারে। অ্যাপ্রন এলাকা হল, যেখানে বিমান দাঁড়ায়, যেখানে রানওয়ে রয়েছে এবং যেখানে ট্যাক্সিওয়ে দিয়ে বিমান রানওয়েতে পৌঁছয়। বিশাল ওই এলাকায় ফিফিকে খুঁজে বার করতে শনিবারই কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্যকে ইমেলে অনুরোধ করেছেন ফিফিকে খুঁজে বেড়ানো এক ছাত্রী, দ্যুতিস্মিতা দাস।
এ দিন কৌশিকবাবু বলেন, “বিষয়টি নিয়ে মেনকা গাঁধী আমাকে ফোন করেছিলেন। আমরা সাহায্য করার চেষ্টা করেছি। ওঁরা বিমানবন্দর এলাকায় পোস্টার মারার অনুমতি চেয়েছিলেন। তা দেওয়া হয়েছে।”