ভোর রাতে ভয়াবহ আগুনে ভম্মীভূত হয়ে গেল লেনিন সরণির একটি সিনেমা হল। শনিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ ধর্মতলার জ্যোতি সিনেমা হলে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রাত সাড়ে ৩টে নাগাদ ঘটনাস্থলে যান শোভন চট্টোপাধ্যায়, কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) এবং স্থানীয় কাউন্সিলর গোপালচন্দ্র সাহা। আগুন কী ভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দমকলকে। ঘটনায় কেউ হতাহত হননি।