আবার কলকাতায় অগ্নিকাণ্ড। রবিবার সকালে চাঁদনি চক এলাকার সিএসসি অফিসের এক ট্রান্সফর্মারে আগুন লাগে। সেই আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন।
জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ওই ট্রান্সফর্মারে আচমকা আগুন ধরে যায়। তার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ছড়াতে থাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৯টা পর্যন্তও পুরোপুরি আগুন নেবেনি। দমকল সূত্রে খবর, কোথাও কোথাও চাপা আগুন থাকতে পারে। সেই আগুন নেবানোর কাজ চলছে।
কী ভাবে সাতসকালে ওই ট্রান্সফর্মারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের মতে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে বড়সড় বিপদ ঘটতে পারত। বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্নও হয়ে যেত। তবে দমকলকর্মীদের তৎপরতায় বড় অঘটন ঘটেনি।
আরও পড়ুন:
দিন তিনেক আগে লালবাজারের অদূরে এক গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন লেগেছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেবাতে বেশ বেগ পেতে হয়েছিল দমকলকর্মীদের। আগুন লাগার কারণে ওই গুদামের ধোঁয়ায় ভরে যায়। সেই অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে আবার কলকাতায় অগ্নিকাণ্ড।