বাংলা নববর্ষের প্রথম দিন অগ্নিকাণ্ড রাজারহাটে। সিটি সেন্টার ২-এর পাশে একটি ‘ফুড কোর্টে’ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল পর পর পাঁচটি রেস্তরাঁ।
রবিবার সন্ধ্যায় সিটি সেন্টার ২ এর পাশে একটি দোতলা ভবনের উপরের তলে প্রথমে একটি রেস্তরাঁয় আগুন লাগে। তবে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতেও। সিটি সেন্টার-২ এর পাশের ওই দোতলা বাড়ির উপরের তলে অনেকগুলি ফাস্ট ফুড রেস্তরাঁ নিয়ে একটি ফুডকোর্টের মতো ব্যবস্থা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেই সমস্ত খাবারের দোকানেও।
দমকলবাহিনী সূত্রে খবর, আগুন লাগার খবর পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় তারা। ৪টি ইঞ্জিনের ক্রমাগত চেষ্টায় রাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও কিছু কিছু জায়গা আগুন জ্বলে উঠতে দেখা যাচ্ছে। তবে কী ভাবে ওই আগুন লাগল, তা স্পষ্ট নয় এখনও। দমকল বিভাগ সূত্রে জানানো হয়েছে, কারণ জানার চেষ্টা করছে তারা।
আরও পড়ুন:
-
বেগুসরাই ছাড়েননি তেজস্বী, কানহাইয়াকে দিল্লি থেকেই প্রার্থী করল কংগ্রেস, জলন্ধর থেকে লড়বেন চান্নি
-
মানসিক চাপ কিংবা উদ্বেগ বাড়লেই পেটের ভিতরটা মোচড় দেয়? জটিল কোনও রোগের লক্ষণ নয় তো?
-
হলদিয়া যাত্রার আগের দিন আয়কর হানা অভিষেকের কপ্টারে! মেলেনি কিছুই, জানিয়ে দিলেন অভিষেকই
-
বিধিভঙ্গ খুঁজতে গিয়ে বিধি ভাঙলেন কমিশনেরই দূত? গাড়িতে তৃণমূল কর্মীরা, সঙ্গে দলীয় পতাকাও