Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্কুল ও ক্লাবে অগ্নি নির্বাপণে প্রশিক্ষণের ভাবনা দমকলের

সুজিতবাবু বলেন, ‘‘স্কুলের কয়েক জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করে আগুনের মোকাবিলা করতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলে সে জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ছাড়াও আগুনের মোকাবিলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দেওয়া হবে।’’

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০০:৩৮
Share: Save:

গত অগস্টে মুম্বইয়ে একটি বহুতলে আগুন লেগেছিল। কিন্তু ধোঁয়া কিংবা আগুনের আতঙ্ক থেকে প্রতিবেশীদের রেহাই পেতে সাহায্য করেছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। আগুন লাগলে নির্ভয়ে কী ভাবে তার মোকাবিলা করা যায়, ওই ছাত্রী স্কুলেই তার প্রশিক্ষণ পেয়েছিল।

রাজ্যের দমকল বিভাগও সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছে।

বুধবার দমকলমন্ত্রী সুজিত বসু সল্টলেকের এডি ব্লকের লবনহৃদ বিদ্যাপীঠে পুস্তক বিতরণী অনুষ্ঠানে এসে তেমনই ইঙ্গিত দিয়েছেন।

সুজিতবাবু বলেন, ‘‘স্কুলের কয়েক জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করে আগুনের মোকাবিলা করতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলে সে জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ছাড়াও আগুনের মোকাবিলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দেওয়া হবে।’’ শুধু স্কুলেই নয়। বরং পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাবের সদস্যদেরও আগুনের মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে বলেও তিনি জানান। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে দমকল আসার আগেই আগুনের সঙ্গে মোকাবিলার প্রাথমিক কাজ স্থানীয় ক্লাবের যুবকেরাই প্রশিক্ষিত উপায়ে করতে পারেন।

রাজ্যের নতুন দমকলমন্ত্রীর এমন ভাবনাকে স্বাগত জানিয়েছেন দফতরের অনেকেই। আধিকারিকেরা জানান, কলকাতার রাস্তায় অনেক সময় দমকলের গাড়ি যানজটে আটকে পড়ে। তখন ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগে যায়। তাই যদি এলাকার কিছু মানুষ প্রশিক্ষণ পেয়ে প্রাথমিক কাজটি করতে পারেন তবে আগুন ছড়ানো ঠেকাতে সুবিধা হবে।

দুর্গাপুজোর আগে বাগড়ি মার্কেট পোড়ার সময় সেখানকার ঘিঞ্জি গলিতে দমকলের গাড়ি ঢুকতে বিস্তর সমস্যায় পড়েছিল। স্থানীয় ব্যবসায়ীরা অপটু হাতে আগুনে জল ছুঁড়লেও বিশেষ সুবিধা হয়নি। আগুন ছড়িয়ে পড়েছিল। দিন কয়েক আগে দমকলমন্ত্রী সুজিতবাবুর বিধানসভা কেন্দ্র বিধাননগরের দত্তাবাদে ১৯টি বাড়ি আগুনে পুড়ে যায়। একটি ঘর থেকেই আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়েছিল। তাই দমকলকর্মীরা ছাড়াও আগুন নেভানোর প্রশিক্ষণ সাধারণ মানুষের নেওয়া থাকলে সেটা আখেরে কাজে দেবে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি দমকল মন্ত্রী ও দফতরের উচ্চ পদস্থ আধিকারিকেরা কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেছিলেন যাতে অগ্নিকাণ্ডের গুরুত্ব বুঝে দমকলের গাড়িকে গ্রিন করিডর করে ঘটনাস্থলে পৌঁছে দেওয়া যায়।

এ দিন পুস্তক দিবস উপলক্ষে সল্টলেকের এডি ব্লকের লবনহৃদ বিদ্যাপীঠে যান সুজিতবাবু। এ দিন ওই স্কুলে প্লাস্টিকের প্যাকেটের বদলে পরিবেশবান্ধব চটের ব্যাগে পড়ুয়াদের বই বিলি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Training Fire Brigade Sujit Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE