Advertisement
৩০ এপ্রিল ২০২৪

আবাসনে আগুন, আতঙ্ক

চারতলার আবাসনের একতলায় মিটার বক্স থেকে আগুন লেগে আতঙ্ক ছড়াল। সরশুনার বীরেন রায় রোডে শনিবার গভীর রাতে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এক ঘণ্টার চেষ্টায় দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভায়। দমকল সূত্রে খবর, সরশুনার বীরেন রায় রোডের ওই আবাসনের এক নম্বর ব্লকের নীচের তলায় শনিবার গভীর রাতে আগুন লাগে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৪
Share: Save:

চারতলার আবাসনের একতলায় মিটার বক্স থেকে আগুন লেগে আতঙ্ক ছড়াল। সরশুনার বীরেন রায় রোডে শনিবার গভীর রাতে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এক ঘণ্টার চেষ্টায় দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভায়।

দমকল সূত্রে খবর, সরশুনার বীরেন রায় রোডের ওই আবাসনের এক নম্বর ব্লকের নীচের তলায় শনিবার গভীর রাতে আগুন লাগে। চারতলা আবাসনের বাসিন্দারা তখন ঘুমিয়ে থাকায় পুরো আবাসন ধোঁয়ায় ভরে যায়। চারতলার বাসিন্দা তপন মোহান্ত বলেন, ‘‘আবাসনের ১০টি ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে চারতলার ছাদে যাওয়ার রাস্তা রয়েছে। রাত ২-১৫ নাগাদ যখন ঘুম ভাঙে, তখন ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাচ্ছিল। তড়িঘড়ি করে ছাদে উঠে পাশের ব্লকের ছাদে আমরা চলে গেলেও নীচের তলার বাসিন্দারা আটকে পড়েন।’’ দোতলা ও তিনতলার তিনটি পরিবার ধোঁয়ায় আটকে পড়ে। আবাসনের কেয়ারটেকার রাত দু’টো নাগাদ দমকলে খবর দেন। কিন্তু দমকলের আসতে দেরি করেছে বলে আবাসিকদের অভিযোগ। এক আবাসিক জানান, ঘটনাস্থলের কাছেই বেহালা দমকল কেন্দ্র। অথচ দমকল পৌঁছেছে আধ ঘণ্টা পর। দমকল আরও দ্রুত পৌঁছলে আগেই আগুন নিয়ন্ত্রণ করা যেত। দমকলের তরফে এই অভিযোগ নস্যাৎ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sarsuna Housing Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE