Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ফের বহুতলে আগুন

ফের পার্ক স্ট্রিটের বহুতলে আগুন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে একটি ১২ তলা বাড়ির ন‌’তলায়। দমকলের দশটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৮
Share: Save:

ফের পার্ক স্ট্রিটের বহুতলে আগুন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে একটি ১২ তলা বাড়ির ন‌’তলায়। দমকলের দশটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল সূত্রে খবর, এ দিন সকাল ৭-৪৫ মিনিট নাগাদ ওই বাড়ির ন’তলায় একটি বেসরকারি অফিসে আগুন লাগে। তবে আগুনে কোনও হতাহতের খবর নেই। ওই বহুতলের দোতলায় একটি বেসরকারি অফিসের কর্মী, সোনারপুরের বাসিন্দা কৌশিক দত্ত বলেন, ‘‘রবিবার অফিস বন্ধ থাকলেও জরুরি কাজে এসেছিলাম। সকাল আটটা নাগাদ দেখি, ন’তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে।’’ বহুতলের উল্টো দিকে একটি অফিসের নিরাপত্তাকর্মী শঙ্কর মণ্ডল জানান, সকাল সাতটা থেকে ধোঁয়া বেরোতে দেখি। খবর পেয়েই দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। আগুন নিয়ন্ত্রণে কাজে লাগানো হয় ৫৪ মিটারের একটি হাইড্রলিক ল্যাডার। দমকলের অধিকর্তা গৌরপ্রসাদ ঘোষ বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ন’তলার অফিসে বেশ কিছু কম্পিউটার ও নথি পুড়ে গিয়েছে।’’ তবে ওই বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল বলে জানিয়েছেন গৌরববাবু। অগ্নিনিরোধক ব্যবস্থা থাকায় আগুন ছড়াতে পারেনি। রবিবার ছুটির দিন থাকায় অফিসে কোনও কর্মী ছিলেন না। আগুনের জন্য এ দিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ ছিল। সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire magma house eighth floor park street
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE