Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Fire Brigade

ভোররাতে যাদবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান

ন্নার কাজে ব্যবহার করা কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভোররাতের আগুনের গ্রাস। নিজস্ব চিত্র।

ভোররাতের আগুনের গ্রাস। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ১০:৩১
Share: Save:

যাদবপুরের লর্ডসের মোড়ে প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডে রবিবার ভোররাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল ১৭টি অস্থায়ী দোকান। অগ্নিকাণ্ডের জেরে এক ব্যবসায়ী আহত হয়েছেন। দমকলের ১০টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোর চারটে নাগাদ লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানগুলি। এর মধ্যে ছিল তুলো-বালিশের দোকানও। তাই আগুন লাগার সঙ্গেই তা ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে। এ ছাড়া পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ফলের দোকান ও সেলুন। পুড়ে গিয়েছে পাশের সন্ধ্যা বাজারের মুরগির দোকান সহ আরও কয়েকটি দোকান।

আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। রান্নার কাজে ব্যবহার করা কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে লর্ডসের মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয় সকাল থেকেই। যে কারণে সকাল থেকে যানজট হয় প্রিন্স আনোয়ার শাহ রোডে। বেলা পর্যন্ত কোনও কোনও দোকান থেকে পকেট ফায়ারের ধিকি ধিকি আগুন থেকে যাওয়ার জন্য দমকলের কয়েকটি গাড়ি আগুন নেভানোর কাজে দুর্ঘটনাস্থলে রয়ে গিয়েছে।

পুড়ে ছাই হয়ে যাওয়ার পর। নিজস্ব চিত্র।

আরও পড়ুন: দুর্ঘটনার পরে দু’ঘণ্টা আটকে চালকের পা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Brigade Fire Incident Kolkata Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE