কেষ্টপুরের একটি স্কুলে অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে হঠাৎই ওই স্কুলে আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। ওই সময় স্কুলের একটি ঘরে নাচের ক্লাস চলছিল বলে জানা গিয়েছে। ছিল বেশ কয়েক জন পড়ুয়া। আগুন এবং ধোঁয়া দেখতে পেয়ে ওই পড়ুয়াদের বাইরে বার করে নিয়ে আসেন শিক্ষিকারা। অল্পের জন্য রক্ষা পান প্রত্যেকেই।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার প্রকৃত কারণ জানা না-গেলেও দমকল প্রাথমিক ভাবে মনে করছে, স্কুলের বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। তার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
শুক্রবার একই দিনে জোড়া অগ্নিকাণ্ড ঘটেছিল শহরে। দুপুরে সল্টলেকের সেক্টর ফাইভের কাছে একটি কারখানায় আগুন লেগে গিয়েছিল। ওই দিন সন্ধ্যায় ফের আগুন লাগে নিউ টাউনের সেন্ট্রাল মলের অদূরে একটি সাইকেলের শোরুমে। এর আগে মঙ্গলবার রাতে কলকাতার বড়বাজারের মেছুয়ায় হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তাঁদের বেশির ভাগই দমবন্ধ হয়ে মারা যান। কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে নিরাপত্তা।