Advertisement
১৩ জানুয়ারি ২০২৫

বোর্ড ভাঙার হুঁশিয়ারি ফিরহাদের

উল্লেখ্য, বোর্ড গঠনের পর থেকেই বিধাননগরের পুরবোর্ড গোষ্ঠী রাজনীতিতে জেরবার বলে অভিযোগ। তার জেরেই সেখানে উন্নয়নের কাজ বাধা পাচ্ছে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট গিয়েছিল।

পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।

পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩৩
Share: Save:

সময়ে কাজ শেষ না করতে পারলে চন্দননগরের মতোই ভেঙে দেওয়া হতে পারে বিধাননগরের পুরবোর্ড। কার্যত এ ভাবেই বৃহস্পতিবার সেখানকার পুরকর্তাদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। দফতরে সূত্রে তেমনই খবর মিলেছে। তবে পুরমন্ত্রী মুখে সে কথা স্বীকার করেননি।

উল্লেখ্য, বোর্ড গঠনের পর থেকেই বিধাননগরের পুরবোর্ড গোষ্ঠী রাজনীতিতে জেরবার বলে অভিযোগ। তার জেরেই সেখানে উন্নয়নের কাজ বাধা পাচ্ছে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট গিয়েছিল। তার ভিত্তিতেই এ দিন আচমকা বিধাননগরের পুরকর্তাদের নিয়ে বৈঠকে বসেন পুরমন্ত্রী। যে বৈঠকে কাউন্সিলরেরা ছাড়াও বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত এবং বিধাননগরের বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু—দু’জনেই উপস্থিত ছিলেন।

এ দিন নগরোন্নয়ন ভবনে ওই বৈঠক হয়। সূত্রের খবর,বিধাননগর পুরসভার পরিষেবা সংক্রান্ত কাজ নিয়েই শুধু ক্ষোভ প্রকাশ করে থামেননি পুরমন্ত্রী। আক্ষেপের সুরে বৈঠকে বলেছেন বিধাননগর গ্রিন সিটি হওয়ার বদলে ডার্ক সিটিতে পরিণত হচ্ছে।

পুরমন্ত্রী ফিরহাদ শুধু বলেন, ‘‘রাস্তা, আলো, ট্রেড লাইসেন্স, আবর্জনা অপসারণের কাজ নিয়ে আলোচনা হয়েছে। অর্থের সমস্যা হলে সহযোগিতা করা হবে। কিন্তু কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

সূত্রের খবর, বৈঠকে পুরপরিষেবা নিয়ে যুক্তি পাল্টা যুক্তিতে একে অন্যের সঙ্গে তর্ক জুড়ে দেন কাউন্সিলরেরা। তখন চন্দননগরের মতো পুরবোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন পুরমন্ত্রী। পাশাপাশি পুরকর্তাদের উদ্দেশ্যে পুরমন্ত্রী জানান তাঁদের অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।

অন্য বিষয়গুলি:

Warning Firhad Hakim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy