Advertisement
২৪ মে ২০২৪

বেনিয়াপুকুর-কাণ্ডে ওড়িশায় ধৃত পাঁচ

পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত দশটা নাগাদ বেনিয়াপুকুরের পাঁচ নম্বর মেহের আলি রোডে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয় হায়দার আহমেদ ওরফে লুল্লা হায়দার নামে এক দাগি দুষ্কৃতী। সে তখন এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ০১:৩৫
Share: Save:

ভিন্ রাজ্য থেকে গ্রেফতার করা হল বেনিয়াপুকুরে গুলি চালানোর ঘটনার অভিযুক্ত পাঁচ জনকে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ ওড়িশার একটি হোটেল থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম ফইজুল হক সাগর, মিরাজুল হক সাগর এবং তাদের তিন সঙ্গী, শেখ শাহেনশাহ, মহম্মদ আরমান ও আজাদ আলম। এক অভিযুক্ত এখনও অধরা।

পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত দশটা নাগাদ বেনিয়াপুকুরের পাঁচ নম্বর মেহের আলি রোডে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয় হায়দার আহমেদ ওরফে লুল্লা হায়দার নামে এক দাগি দুষ্কৃতী। সে তখন এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। চারটি মোটরবাইকে চেপে হঠাৎ কয়েক জন আততায়ী এসে হায়দারকে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি চালায়। তার পায়ে তিনটি ও হাতে একটি গুলি লাগে। হায়দারের বন্ধু চাটনি পারভেজেরও বাঁ পায়ে গুলি লাগে। এর পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত পাঁচ যুবকই ওড়িশার একটি হোটেলে গা-ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজে বেনিয়াপুকুর থানার এক তদন্তকারী দল সেখানে যায়। এ দিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলের ঘর থেকে একসঙ্গে পাঁচ জনকে ধরে ফেলেন তদন্তকারীরা। এক তদন্তকারী অফিসার জানান, আজ, শনিবার স্থানীয় আদালতে ধৃতদের তোলা হবে এবং তার পরে এ রাজ্যে নিয়ে আসা হবে। পুলিশ জানায়, গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধেও পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। দু’দলের মধ্যে এর আগেও গোলমাল হয়েছিল। তবে এর সঙ্গে নির্মাণ ব্যবসার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান এক পুলিশকর্তা। অধরা অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE