পরপর দাঁড় করানো শ’খানেক মোটরবাইক। তার কোনওটির আসন খোলা, কোনওটির যন্ত্রাংশ নেই। দূরে দাঁড় করানো ভাঙা গাড়ি, প্লাস্টিকের টব। পাইপ ফেটে অনবরত জল বেরিয়ে জমছে উঠোনময়। নর্দমার জমা জলে ভনভন করছে মশা। বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেল লেক টাউন থানায়। যে থানার পাঁচ পুলিশকর্মী এখন ডেঙ্গিতে কাবু।
তাঁদের এই দুর্ভোগ দেখে আতঙ্ক ছড়িয়েছে ওই থানার বাকি পুলিশকর্মীদের মধ্যেও। পাশের পুলিশ আবাসনেও আতঙ্কিত বাসিন্দারা। পুলিশকর্মীদের ডেঙ্গি হওয়ার খবর শুনে পুরসভা লোক পাঠিয়ে ঝোপঝাড় পরিষ্কার করিয়েছে। কিন্তু বাজেয়াপ্ত হওয়া বা দুর্ঘটনার পরে থানায় নিয়ে আসা বাইকগুলি তাঁরা কোথায় পাঠাবেন, তা ভেবে পাচ্ছেন না পুলিশকর্মীরা।
ভরা হেমন্তে বিভিন্ন এলাকায় ডেঙ্গির এমন প্রকোপে দিশাহারা অবস্থা দক্ষিণ দমদম পুরসভার। পুর কর্তৃপক্ষের দাবি, গোটা বর্ষায় ডেঙ্গি নিয়ে সচেতনতার প্রচার চলেছে। সেই সময়ে থানা চত্বর পরিষ্কার করা হত নিয়মিত। কিন্তু বর্ষার পরে গা-ছাড়া মনোভাব দেখা দেওয়াই কাল হল বলে মনে করছেন পুরকর্তারা। এর মধ্যে প্রথমে দুর্গাপুজো এবং পরে কালীপুজোর মুখে অকাল বর্ষণের ফলেই ডেঙ্গি মশার বাড়বাড়ন্ত শুরু হয়।