গত নভেম্বরের শুরুর দিকের এক শনিবারে ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিল এক পথচারীর। তার পরেই রাজ্য সরকার জানিয়েছিল, সেখানে নির্মীয়মাণ ফুট ওভারব্রিজটি দ্রুত পথচারীদের জন্য খুলে দেওয়া হবে। এর পরে কেটেছে দু’মাসেরও বেশি সময়। এখনও চালু হয়নি সেই ফুট ওভারব্রিজ। বাধ্য হয়ে তাই চিংড়িঘাটা কিংবা বেলেঘাটা বিল্ডিং মোড়ের কাছে হেঁটেই বাইপাসের মতো ব্যস্ত রাস্তা পেরোতে হচ্ছে পথচারীদের।
ইএম বাইপাসের উপরে অন্যতম গুরুত্বপূর্ণ মোড় চিংড়িঘাটা। পথচারীদের নিরাপত্তার স্বার্থে পুলিশকে সেখানে সব সময়ে সজাগ থাকতে হয়। তারই মধ্যে নভেম্বর মাসে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। কয়েক বছর আগে ওই জায়গাতেই সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল স্থানীয় বাসিন্দা দুই ছাত্রের। তার জেরে বড় গোলমালও হয়েছিল।
নভেম্বরের ওই দুর্ঘটনার পরে চিংড়িঘাটা মোড়ের ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে কলকাতা এবং বিধাননগর, দুই কমিশনারেটকেই দুষেছিলেন তিনি।