যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে কলা এবং বিজ্ঞান বিভাগে আপাতত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ভর্তির ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলছে। এই পরিস্থিতিতে কী করণীয়, জানতে চেয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং উচ্চশিক্ষা দফতরে চিঠি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, উচ্চশিক্ষা দফতর থেকে কোনও উত্তর এখনও আসেনি। তবে, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে আইনি পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে।
সূত্রের খবর, এ হেন পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণের বিষয়টি উল্লেখ করলেও, কারা এর আওতায় পড়বেন— সেই বিষয়টি উল্লেখ না করে এ দিন ভর্তির বিজ্ঞপ্তি জারি করতে চেয়েছিলেন যাদবপুর কর্তৃপক্ষ। কিন্তু, পড়ুয়াদের একাংশ তা নিয়ে আপত্তি তোলেন। তাঁদের দাবি, ওবিসি সংরক্ষণের বিষয়টি স্পষ্ট করে তবেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর পরেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত করে দেওয়া হয় বলে খবর।
উল্লেখ্য, গত বছর কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ নীতি বাতিলের পরে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে এই বিষয়ে মুচলেকা নিয়ে ভর্তি নেন।
চলতি বছরে এ দিন কলা বিভাগের ভর্তি কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সেখানে স্থির হয়, ভর্তি নিয়ে আবার উচ্চশিক্ষা দফতর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মতামত জানতে চাওয়া হবে। নেওয়া হবে আইনি পরামর্শ। এর সঙ্গে লাইব্রেরি সায়েন্সে যে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তা-ও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘পুরো বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সক্রিয় হওয়া উচিত। বার বার জানতে চাওয়া হলেও স্পষ্ট কিছু জানানো হচ্ছে না। এমন চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণের দিকেই যাবে।’’
অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে এখনও রাজ্যের অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন পোর্টাল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি উচ্চশিক্ষা দফতর। এতে উদ্বেগ বাড়ছে পড়ুয়াদের মধ্যে। তবে, সেন্ট জ়েভিয়ার্স কলেজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির-সহ রাজ্যের স্বশাসিত, সংখ্যালঘু এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)