Advertisement
E-Paper

তাপপ্রবাহে অসুস্থ হনুমান, উদ্ধার করল বন দফতর

তাপপ্রবাহ থেকে রেহাই পাচ্ছে না পশুপাখিও। দাবদাহে অসুস্থ হনুমান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ১৯:৪১
অসুস্থ হয়ে পড়ে এই প্রাণীটি। নিজস্ব চিত্র।

অসুস্থ হয়ে পড়ে এই প্রাণীটি। নিজস্ব চিত্র।

আবহাওয়া দফতর ঘোষণা করেছিল রাজ্যে বর্ষা এসে গিয়েছে। কিন্তু, গত দু’দিনে বর্ষার বদলে গোটা রাজ্যে চলছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহ থেকে রেহাই পাচ্ছে না পশুপাখিও।

সোমবার সকাল ১১টা নাগাদ বিধাননগর পুরনিগম এলাকার সুকান্তনগরের এক ক্লাবঘরের সামনে একটি হনুমানকে বসে থাকতে দেখেন স্থানীয়েরা। প্রথমে বিশেষ গুরুত্ব দেননি তাঁরা। কিন্তু বেশ খানিক সময় কেটে যাওয়ার পরও হনুমানটিকে একই জায়গায় বসে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। তাঁরা জল-ফল দেন হনুমানটিকে। কিন্তু কোনও কিছুই মুখে তোলেনি। উল্টে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝিমিয়ে পড়তে থাকে সে।

প্রাণীটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নিজস্ব চিত্র।

অবস্থা বেগতিক দেখে স্থানীয়রাই খবর দেন সল্টলেকের বনদফতরে। বনকর্মীরা প্রথমে খাবার দেওয়ার চেষ্টা করলেও কোনও ফল হয়নি। তারপর ঘুম পাড়ানি ইনজেকশন দিয়ে হনুমানটিকে বেহুঁশ করে পরীক্ষা করেন পশু চিকিৎসকরা।

আরও খবর: বিশ্বকাপের জন্য হাজার হাজার কুকুর নিধন রাশিয়ায়?

মার্কিন অভিবাসন নীতির সমালোচনায় ট্রাম্প-পত্নী মেলানিয়া​

প্রাথমিক চিকিৎসার পর তাঁদের দাবি, প্রচণ্ড গরমে জলের অভাবে অসুস্থ হয়ে পড়েছে হনুমানটি। বছর দুই বয়সী পুরুষ হনুমানটিকে সল্টলেকের ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয় খাঁচা বন্দি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়েছে, জানিয়েছেন বন কর্তারা। আরও কয়েকদিন নজরদারিতে রেখে হনুমানটিকে ছেড়ে দেওয়া হবে।

Langur Monkey Heat Sick Forest Official Monkey হনুমান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy