Advertisement
০৫ মে ২০২৪

পুলিশকর্মীকে মার, গ্রেফতার ৪

চলন্ত বাসে পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় মানিকতলা থানার পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে উল্টোডাঙার হাডকো মোড়ের কাছের ঘটনা।

প্রহৃত: মেরে এএসআই অশোক দাসের (মাঝে) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে ৪ জন। শনিবার, উল্টোডাঙায়। নিজস্ব চিত্র

প্রহৃত: মেরে এএসআই অশোক দাসের (মাঝে) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে ৪ জন। শনিবার, উল্টোডাঙায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ০০:০০
Share: Save:

চলন্ত বাসে পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় মানিকতলা থানার পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে উল্টোডাঙার হাডকো মোড়ের কাছের ঘটনা।

পুলিশ জানায়, ধৃতদের নাম রবীন্দ্র আগরওয়াল, সুজিত সিংহ, তুমার, বৈরাগ্য ও প্রকাশ সিংহ। পুলিশ সূত্রের খবর, শনিবার নাইট ডিউটি সেরে সল্টলেকের আবাসনে বাড়ি ফিরছিলেন ভবানীপুর থানার এএসআই অশোক দাস। শনিবার তিনি শোভাবাজার থেকে হাওড়া-মহিষবাথান রুটের একটি বেসরকারি বাসে উঠেন। অশোকবাবুর অভিযোগ, ‘‘আমি বাসের একেবারে পিছনের দিকে দাঁড়িয়েছিলাম। বাসটি বেলা সাড়ে বারোটা নাগাদ উল্টোডাঙা স্টেশনের কাছে আসতেই বাসের সিটে বসে থাকা এক যুবক নিজের পা আমার পায়ে ঠেকিয়ে বলতে থাকে, ঠিক করে দাঁড়ান।’’ অশোকবাবুর কথায়, ‘‘আমি ঠিক ভাবেই দাঁড়িয়েছিলাম। পা ঠেকিয়ে ওই যুবকের এমন আচরণের প্রতিবাদ করতেই ওই যুবক আমার সঙ্গে বচসা জুড়ে দেয়। আমি প্রতিবাদ করলে পাশে বসে থাকা আরও তিন জন মিলে হঠাৎ করে আমাকে মারধর করতে থাকে।’’ আমাকে মারতে দেখে বাসের অন্যান্য যাত্রীরা প্রতিবাদ করেন। তবে অভিযুক্তেরা কেউ কথা শোনেনি বলে অশোকবাবুর অভিযোগ। তিনি আরও বলেন, ‘‘হামলাকারী এক যুবকের ডান হাতে বালা ছিল। ডান হাত দিয়ে ঘুষি মেরে ওই যুবক আমার মাথা ফাটিয়ে দেয়।’’

এর পরে বাসের কন্ডাক্টার কাছাকাছি দাঁড়ানো ট্রাফিক পুলিশের সামনে বাসটি থামান। অশোকবাবু সম্পূর্ণ ঘটনা কর্তব্যরত পুলিশকে জানান। ট্রাফিক পুলিশের কর্মীরা মানিকতলা থানার পুলিশের হাতে চার যুবককে তুলে দেন। পুলিশ আহত অশোকবাবুকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ চার যুবকের বিরুদ্ধে মারধরের মামলা রুজু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Arrest Police Ultadanga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE