কয়েক জন তরুণীকে কটূক্তি করার অভিযোগে দু’পক্ষের সংঘর্ষ বাধল। শুক্রবার রাতে, লিলুয়ার বর্মা কলোনিতে। সংঘর্ষে দু’পক্ষের চার জন আহত হন। এর মধ্যে তিন জনকে গুরুতর আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়ার বর্মা কলোনির রাস্তার পাশে চলে একটি মদ ও জুয়ার ঠেক। বাসিন্দাদের অভিযোগ, ওই ঠেক থেকে নিয়মিত মহিলাদের কটূক্তি ও অশ্লীল গালিগালাজ করা হত। বাসিন্দাদের আরও অভিযোগ, ভট্টনগর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যার বাড়ির সামনেই ওই আসর বসতো। শুক্রবার সন্ধ্যায় সেখান থেকেই কয়েক জন যুবক পাশের ঘুঘুপাড়ার কিছু তরুণীকে অশ্লীল ইঙ্গিত করে বলে অভিযোগ। এর পরেই ঘুঘুপাড়ার লোকজন ওই জুয়ার ঠেক থেকে এক যুবককে তুলে নিয়ে গিয়ে একটি ক্লাবে আটকে রাখেন। অভিযোগ, ওই যুবককে মারধর করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভট্টনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যা, তৃণমূলের মানসী শিকদার ও তাঁর স্বামী নন্দু শিকদার ঘুঘুপাড়ার লোকজনকে তাঁদের বাড়িতে ডেকে পাঠান। যদিও ঘুঘুপাড়ার বাসিন্দাদের অভিযোগ, সেখানে মীমাংসার নামে ওই
পঞ্চায়েত সদস্যার স্বামীর নেতৃত্বে তাঁদের হকি স্টিক, লোহার রড, ক্রিকেট ব্যাট ও উইকেট দিয়ে পাল্টা আক্রমণ করা হয়। তাতে গুরুতর আহত হন ঘুঘুপাড়ার বাসিন্দা দেবানন্দ ঘুঘু, সমীর ঘুঘু ও প্রবীর ঘুঘু। অভিযোগ, দেবানন্দবাবুর মাথায় হকিস্টিক দিয়ে সজোরে আঘাত করায় তাঁর মাথা ফেটে যায়। কান দিয়ে রক্ত বেরোতে থাকে। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুঘুপাড়ার বাসিন্দা তরুলতা ঘুঘু বলেন, ‘‘ওরা আমাদের ডেকে নিয়ে গিয়ে মারধর করল। মদের ঠেক বসত নন্দু শিকদারের নেতৃত্বেই।’’