E-Paper

রাত দখলের চার মাস পূর্তিতে জমায়েতের ডাক

আগামী শনিবার, ১৪ ডিসেম্বর, অ্যাকাডেমি অব ফাইন আর্টস চত্বরের রাণুচ্ছায়া মঞ্চে ‘স্পর্ধার চিৎকার’ নামে সেই জমায়েত চলবে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৩
ফের ডাক দেওয়া হয়েছে এক জমায়েতের।

ফের ডাক দেওয়া হয়েছে এক জমায়েতের। —ফাইল চিত্র।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক চিকিৎসক-পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ওঠা স্লোগানের আওয়াজে কেঁপে উঠেছিল ১৪ অগস্টের মধ্যরাত। সেই রাত দখলের চার মাস পূর্তির দিনে ফের ডাক দেওয়া হয়েছে এক জমায়েতের। আগামী শনিবার, ১৪ ডিসেম্বর, অ্যাকাডেমি অব ফাইন আর্টস চত্বরের রাণুচ্ছায়া মঞ্চে ‘স্পর্ধার চিৎকার’ নামে সেই জমায়েত চলবে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত।

১৪ অগস্টের মধ্যরাতে কাতারে কাতারে মানুষ দখল নিয়েছিলেন রাজপথের। মেয়েদের রাত দখলের আহ্বান জানানো হলেও অংশ নিয়েছিলেন সমমনস্ক পুরুষেরাও। সেই অন্য রকম রাতের পরেও ওই ঘটনার বিচার চেয়ে দফায় দফায় পথে নেমেছেন প্রতিবাদীরা।

আয়োজকদের তরফে লেখিকা ও নারী আন্দোলনের কর্মী শতাব্দী দাস জানান, আর জি করের ঘটনা যে হেতু কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাবের দিকটি সামনে এনেছিল, তাই শনিবার ডাকা হয়েছে বিভিন্ন পেশার নারীদের। শিক্ষিকা, কর্পোরেট কর্মী থেকে পরিচারিকা, আশাকর্মী, যৌনকর্মীরা তুলে ধরবেন তাঁদের অভিজ্ঞতার কথা। ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (আইসিসি) বা লোকাল কমপ্লেন্টস কমিটির (এলসিসি) অভাব বা ওই কমিটি থাকলেও তার নিষ্ক্রিয়তার দিকগুলি নিয়ে সচেতনতা বাড়াতে এই আলোচনা। আসবেন রূপান্তরকামী-সহ যৌন সংখ্যালঘু মানুষেরাও, তাঁদের অভিজ্ঞতা শোনাতে।

চার মাস আগে অনেকেই পথে নেমেছিলেন, যাঁরা আগে এ ভাবে আন্দোলনে যোগ দেননি। শনিবারের জমায়েতে তাঁদের সঙ্গে ফের সংযোগ তৈরির চেষ্টা হবে বলেও জানান আয়োজকেরা। যোগদানকারী কেউ সন্তানদের আনতে চাইলে তাঁরাও স্বাগত। শিশু-কিশোরদের জন্য ‘গুড টাচ, ব্যাড টাচ’, ‘কনসেন্ট’-এর মতো বিষয় নিয়ে আলোচনার ব্যবস্থা ছাড়াও থাকবে গান-আবৃত্তির আয়োজন। মহিলা ও প্রান্তিক মানুষদের সুরক্ষার বিষয়ে নতুন কোনও দিক বা দাবি উঠে এলে তা প্রশাসনের উপরের স্তর পর্যন্ত পৌঁছে দিতেও উদ্যোগী হচ্ছেন আয়োজকেরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gathering Protest awareness

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy