Advertisement
০৪ মে ২০২৪

অন্যের পোষা বাঁদরকে খুনের অভিযোগে ধৃত

এ দিন সকালে ভিকি যাদব নামে কাশীপুরের রোডের এক যুবক দেখেন, তাঁর পোষা বাঁদরটি ছাদে হাত কাটা অবস্থায় মরে প়়ড়ে রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ০১:০৮
Share: Save:

বাঁদর খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বুধবার, কাশীপুর থানা এলাকার ঘটনা। ধৃতের নাম মহম্মদ নাসিম। বাড়ি কাশীপুরের কে সি রোডে। এ দিন পশ্চিমবঙ্গ প্রাণী বিশ্ববিদ্যালয়ে বাঁদরটির দেহের ময়না-তদন্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ দিন সকালে ভিকি যাদব নামে কাশীপুরের রোডের এক যুবক দেখেন, তাঁর পোষা বাঁদরটি ছাদে হাত কাটা অবস্থায় মরে প়়ড়ে রয়েছে। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ নাসিমকে গ্রেফতার করে। পুলিশের একটি সূত্রের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা।

প্রসঙ্গত, বন্যপ্রাণী খুনের ঘটনায় মঙ্গলবারই উত্তর ২৪ পরগনার পলতা থেকে প্রণয় বাউল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি বন্ধুদের সঙ্গে মিলে একটি ভামবেড়াল মেরে খেয়েছিলেন। শুধু তাই নয়, সেই ভোজের ছবি ফেসবুকেও দিয়েছিলেন। বন্যপ্রাণ প্রেমীদের অনেকেই বলছেন, অবোলা প্রাণীদের মারা যে অপরাধ, এই সচেতনতা এখনও তৈরি হয়নি।

এই ঘটনায় অবশ্য ভিকির বিরুদ্ধেও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, বন্যপ্রাণী পোষা অপরাধ। তা হলে ওই যুবক বাঁদর পুষছিলেন কী ভাবে? ভিকির ঘনিষ্ঠদের দাবি, তিনি বাঁদরটিকে পুজো করতেন। এ ব্যাপারে কাগজপত্রও রয়েছে তাঁর। বন দফতরের একটি সূত্রের দাবি, বন্যপ্রাণী এ ভাবে পোষা যায় না। কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের বন্যপ্রাণ শাখার থেকে মালিকানার শংসাপত্র নিতে হয়। কিন্তু তারও নির্দিষ্ট বিধি রয়েছে। সেই কাগজপত্র না থাকলে ভিকিও অপরাধ করেছেন।

ভিকির কাগজ রয়েছে কি না, তা নিয়ে পুলিশ নিশ্চিত কিছু বলেনি। একটি সূত্র বলছে, বহু মাদারি বাঁদরের খেলা দেখায়। কত জনকে গ্রেফতার করা হবে? তবে এ বিষয়ে অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

monkey Murder বাঁদর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE