Advertisement
০২ মে ২০২৪
State news

সামনেই বোর্ডের পরীক্ষা, হঠাত্ স্কুল বন্ধে চরম বিভ্রান্ত অভিভাবক থেকে পড়ুয়ারা

মুল ভবন বন্ধ থাকলে পড়ুয়ারা খুব সমস্যায় পড়বে। কারণ সামনেই তাদের স্কুল স্তরের এবং বোর্ড স্তরের পরীক্ষা রয়েছে।

প্রতিবাদে রাস্তায় বসে পড়েছেন অভিভাবকেরা। —নিজস্ব চিত্র।

প্রতিবাদে রাস্তায় বসে পড়েছেন অভিভাবকেরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ১৬:২৮
Share: Save:

স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেওয়ালে নোটিস লেগে গিয়েছে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল’। রবিবার রানিকুঠির জি ডি বিড়লা স্কুল বন্ধ হয়ে যাওয়ার নোটিস পাওয়ার পর থেকেই পড়ুয়াদের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার কী হবে? সামনেই পরীক্ষা। কী ভাবে পরীক্ষায় বসবে পড়ুয়ারা? যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে অভিভাবকদের মনে।

জি ডি বিড়লা স্কুলে দু’টি ভবন রয়েছে। একটিতে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়, অন্যটিতে অর্থাত্ মূল ভবনে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। আগামী সোমবার থেকে স্কুলের এই দু’টি ভবনই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর তাতেই আরও বিভ্রান্তি ছড়িয়েছে স্কুল পড়ুয়া এবং অভিভাবকদের মনে।

অভিভাবকেরা জানাচ্ছেন, চতুর্থ শ্রেণি পর্যন্ত বন্ধ রাখলেও এতটা বিভ্রান্ত হতে হত না। কারণ ওই ক্লাসগুলিতে সামনে কোনও বড় পরীক্ষা নেই। কিন্তু মুল ভবন বন্ধ থাকলে পড়ুয়ারা খুব সমস্যায় পড়বে। কারণ সামনেই তাদের স্কুল স্তরের এবং বোর্ড স্তরের পরীক্ষা রয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে প্রি-বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে স্কুলে। স্কুল না খুললে পরীক্ষায় বসতে পারবে না পড়ুয়ারা। তার পরই ফেব্রুয়ারিতে রয়েছে আইএসসি এবং আইসিএসই-র পরীক্ষা। সে ক্ষেত্রেও পড়ুয়াদের পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে জি ডি বিড়লা স্কুল

মাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না একরত্তি

অভিভাবকেরা জানাচ্ছেন, যদি ফেব্রুয়ারি মাসে বোর্ড পরীক্ষার আগে স্কুল খুলেও যায়, সে ক্ষেত্রেও পড়াশোনার অনেক ক্ষতির মুখে পড়বে পড়ুয়ারা। কারণ, এখনও সিলেবাসের অনেকটাই বাকি থেকে গিয়েছে।

যদিও কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সিআইএসসিই) জানিয়েছে, ফেব্রুয়ারিতে বোর্ড পরীক্ষার দিন ক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি। তা ছাড়া স্কুল না খুললেও বোর্ডের পরীক্ষা অন্য সেন্টার থেকে দেওয়া সম্ভব। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে সে ব্যবস্থা করা যেতেই পারে। কিন্তু প্রি-বোর্ড পরীক্ষার আলাদা করে ব্যবস্থা করা সম্ভব নয়।

বৃহস্পতিবার রানিকুঠির জি ডি বিড়লা স্কুলে এক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালান স্কুলের দুই শিক্ষক। সেই ঘটনার পর থেকেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা। পড়ুয়াদের নিরাপত্তার দাবিতেই এই বিক্ষোভ। বিক্ষোভের জেরে এবং পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE