Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বই থেকে বিতর্কিত ছবি বাদ

পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্যপুস্তকে এই বিতর্কিত ছবিটি প্রথমে কর্তৃপক্ষের নজরে আনেন অভিভাবকেরাই।

গার্ডেন হাই স্কুল।—ছবি সংগৃহীত।

গার্ডেন হাই স্কুল।—ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ০২:৩৩
Share: Save:

পরনে নীল প্যান্ট, হলুদ গেঞ্জি। একটি বহুতলের সিলিং থেকে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন এক যুবক। গার্ডেন হাই স্কুলের পঞ্চম শ্রেণির ইংরেজি বই ‘অলিভার টুইস্ট’-এ থেকে এই বিতর্কিত ছবি তুলে নিলেন কর্তৃপক্ষ। প্রধান শিক্ষিকা রাজশ্রী বিশ্বাস বলেন, ‘‘বিষয়টি আমাদের নজরে আসার পরেই পাঠ্যবই থেকে ওই ছবি তুলে দেওয়া হয়েছে।’’

পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্যপুস্তকে এই বিতর্কিত ছবিটি প্রথমে কর্তৃপক্ষের নজরে আনেন অভিভাবকেরাই। তাঁরা জানান, ওই ছবি দেখে কী ভাবে ফাঁস লাগানো হয় প্রশ্ন করছিল তাঁদের ছেলেমেয়েরা। ছবিটি বই থেকে তুলে নেওয়ায় খুশি ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। এক অভিভাবক বলেন, ‘‘এই বছর গরমের ছুটির আগে বইটি চেয়ে নেন স্কুল কর্তৃপক্ষ। ছুটির শেষে স্কুল খোলার পরে ওই বই ফেরত দেন তাঁরা। তখন দেখা যায়, গলায় দড়ির ফাঁস দেওয়া ছবির জায়গায় ফাঁকা পাতা।’’

মনোবিদদের মতে, এই ধরনের ছবি ১০ বছরের বাচ্চাদের মধ্যে যথেষ্টই প্রভাব ফেলতে পারে। যা থেকে বিপদের আশঙ্কাও থাকতে পারে। তবে শেষ পর্যন্ত এই ছবি তুলে নেওয়ায় বাচ্চাদের মানসিক চাপ কমবে বলেই মনে করছেন অভিভাবকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Garden High School Book
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE