রূপকথায় শোনা গিয়েছিল। এ বার সেই সোনার কাঠি চাক্ষুষ দেখলেন কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারেরা। রাজকন্যার ঘুম ভাঙানোর জন্য নয়, পাচারের উদ্দেশ্যেই সেই সোনার কাঠি নিয়ে এসেছিলেন পঞ্জাবের পাটিয়ালার এক যাত্রী। দু’টি সোনার কাঠির সঙ্গে ছিল দু’টি সোনার ছোট ছোট বিস্কুটও। সব মিলিয়ে ওজন ১০২ গ্রামের কিছু বেশি। বুধবার ব্যাঙ্কক থেকে স্পাইসজেটের উড়ানে কলকাতায় পৌঁছোনর পরে ওই যাত্রীর কাছ এই সোনা বাজেয়াপ্ত করেছে বিমানবন্দরের শুল্ক দফতর। জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সোনার দাম প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা। ২০ লক্ষ টাকার কম মূল্যের সোনা আনলে যেহেতু গ্রেফতার করা হয় না, তাই ছেড়ে দেওয়া হয়েছে সেই যাত্রীকে।