মাদকাসক্তদের চিকিৎসায় অবিলম্বে নির্দিষ্ট ওয়ার্ড চালু করতে হবে বলে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতালের সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেনের জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ওই ওয়ার্ডে পাঁচটি করে শয্যা রাখতে হবে। যেখানে শুধুমাত্রমাদকাসক্তদের চিকিৎসা করা হবে। স্বাস্থ্য কর্তারা জানাচ্ছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য প্রোগ্রামের অংশ হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে। হঠাৎ নেশা বন্ধ করার পরে মাদকাসক্তদের ‘উইথড্রয়াল সিনড্রোম’ দেখা দেয়। কারও কারও ক্ষেত্রেতা মারাত্মক আকার ধারণ করে। ওই সমস্ত রোগীর চিকিৎসার জন্যই এই ওয়ার্ড খোলার নির্দেশদেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মেডিক্যাল কলেজগুলিতে সাইকিয়াট্রিক বিভাগে বা ওয়ার্ডে ওই শয্যা রাখা হবে। চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে নেশা করার জেরে শরীর ওই সমস্ত আসক্তি সৃষ্টিকারী পদার্থের উপরে নির্ভরশীল হয়ে পড়ে বা অভ্যস্ত হয়ে যায়। আচমকা নেশা বন্ধ করে দেওয়ায় ওই ব্যক্তির মস্তিষ্কের উপরে চাপ পড়ে। তাতে কাঁপুনি, অতিরিক্ত ঘাম, মাথা ও পেশিতে ব্যথা, বমি, দ্রুত হৃদ্স্পন্দন, ঘুম না হওয়া, খিঁচুনি, বিষণ্ণতা, উদ্বেগ, বিরক্তির মতো বিবিধ ‘উইথড্রয়াল সিনড্রোম’ দেখা দেয়। ওই সমস্ত উপসর্গ নিয়ন্ত্রণ করতে আচমকা নেশা বন্ধ করা মাদকাসক্তদের ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি (ওএসটি) দিতে হয়। এ বার হাসপাতালে ওই চিকিৎসাই দেওয়া হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)