E-Paper

অশুভের বিনাশ হোক, বার্তা বোসের

বিবাদী বাগের গার্স্টিন প্লেসে বুধবার ভারতীয় স্পোর্টিং ক্লাবের কালী পুজোর সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করেছেন রাজ্যপাল বোস। উদ্বোধনে ছিলেন সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৫৯
Governor inaugurates kali puja, hails victory of good over hail

বিবাদী বাগের গার্স্টিন প্লেসে কালী পুজোর উদ্বোধনে সি ভি আনন্দ বোস এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

বাংলায় শক্তির আরাধনা হচ্ছে। এই আরাধনার মাধ্যমে অশুভের বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক। কালী পুজো উদ্বোধনে এসে এমনই বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিবাদী বাগের গার্স্টিন প্লেসে বুধবার ভারতীয় স্পোর্টিং ক্লাবের কালী পুজোর সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করেছেন রাজ্যপাল বোস। উদ্বোধনে ছিলেন সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। ওই পুজোর মুখ্য উদ্যোক্তা কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি, কংগ্রেসের সন্তোষ পাঠক। কালী পুজো কমিটির সভাপতি প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। সন্তোষদের আমন্ত্রণে আগেও এই পুজোর উদ্বোধনে এসেছেন আগের রাজ্যপাল জগদীপ ধনখড়, বর্তমান রাজ্যপাল বোস। উদ্বোধনী অনুষ্ঠানে এ দিন বাংলায় কিছু কথা বলেছেন বোস। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে ‘বাংলার মাটি, বাংলার জলে’র কথা বলে ‘পুণ্য’ কামনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্যও। আমন্ত্রণ থাকলেও বর্তমান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার অবশ্য গার্স্টিন প্লেসের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না। সন্ধ্যায় এন্টালির একটি কালী পুজো উদ্বোধন সেরে রাতে তিনি সেখানে গিয়েছিলেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kali Puja 2024 Governor CV Ananda Bose

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy