Advertisement
২৪ এপ্রিল ২০২৪
KMC

নিকাশির কাজে নজর রাখতে গাড়িতে বসবে জিপিএস

কেন চালু করতে হচ্ছে এমন ব্যবস্থা?

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৫:০৮
Share: Save:

কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ডে পুরসভার কোন গাড়ি কোথায় নিকাশির কাজ করছে, তা নজরে রাখতে ‘গ্লোবাল পজ়িশনিং সিস্টেম’ (জিপিএস)-এর সাহায্য নেবেন পুর কর্তৃপক্ষ।

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা নিকাশি দফতরের প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংহ বলেন, “শহরের বিভিন্ন জায়গায় নিকাশি দফতরের কোন গাড়ি কত ক্ষণ ধরে কী কাজ করছে, তা নজরে রাখতেই পুরসভার এই সিদ্ধান্ত। যত দ্রুত সম্ভব এই ব্যবস্থা চালু করতে চাই আমরা। এ নিয়ে আলোচনা চলছে।’’ পুর আধিকারিকেরা জানান, এই পদ্ধতিতে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পুরসভার সদর দফতরে বসেই নজরদারির কাজ চালানো সম্ভব।

কেন চালু করতে হচ্ছে এমন ব্যবস্থা? শহরের বিভিন্ন এলাকায় নিকাশি নালায় জমে থাকা পলি সাফাই ছাড়াও নিকাশি লাইনের মেরামতি সংক্রান্ত নানা ধরনের কাজ থাকে। অনেক সময়েই অভিযোগ ওঠে, নিকাশির কাজে গাফিলতি রয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হয় ওয়ার্ডের বাসিন্দাদের। জিপিএস পদ্ধতি চালু হলে পুরসভার কোন গাড়ি কোন কোন এলাকায় কত ক্ষণ ধরে কাজ করল, তা জানা যাবে। সেই সঙ্গে যে জায়গায় কাজ করার কথা ছিল, সেখানে সেই গাড়ি আদৌ গিয়েছিল কি না, তা-ও জানা সহজ হবে। এর ফলে পুরকর্মীরা আরও সতর্ক হয়ে কাজ করবেন এবং তাতে বাসিন্দাদের ক্ষোভও কমবে।

নিকাশি দফতর সূত্রের খবর, কাজ করতে গিয়ে কোথায় অসুবিধা হচ্ছে, তা জানতে পারলে পুরসভা ব্যবস্থা নিতে পারবে। তা ছাড়া, কোথায় কোথায় কোন দিন কাজ হল, এই পদ্ধতিতে সেই রেকর্ড রাখাও সুবিধাজনক হবে বলে পুর কর্তৃপক্ষের ধারণা। এ ছাড়া, পাম্পিং স্টেশনগুলিতে কর্মীরা কখন কোন সময়ে প্রবেশ করছেন, তা জানতে সেখানে বায়োমেট্রিক হাজিরা চালু হবে বলেও তারকবাবু জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC GPS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE