Advertisement
০৫ মে ২০২৪
বেলতলা

সংঘর্ষে জখম ২০, নামল র‌্যাফ

দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বালিগঞ্জ থানার বেলতলা রোড এলাকা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। সংঘর্ষে জখম হয়েছেন উভয় পক্ষের ২০ জন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন সাত পুলিশকর্মীও। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আকাশ দলুই নামে এলাকারই এক যুবক ওই রাতে ১১টা নাগাদ মত্ত অবস্থায় এসে মহিলাদের উদ্দেশে কটূক্তি করতে থাকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০০:৩৩
Share: Save:

দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বালিগঞ্জ থানার বেলতলা রোড এলাকা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। সংঘর্ষে জখম হয়েছেন উভয় পক্ষের ২০ জন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন সাত পুলিশকর্মীও। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আকাশ দলুই নামে এলাকারই এক যুবক ওই রাতে ১১টা নাগাদ মত্ত অবস্থায় এসে মহিলাদের উদ্দেশে কটূক্তি করতে থাকে। এলাকাবাসীরা প্রতিবাদ করলে তখনকার মতো চলে যায় আকাশ। কিছুক্ষণ পরেই ফের একদল যুবককে নিয়ে এসে আক্রমণ চালায় সে। তার পরেই দু’পক্ষে সংঘর্ষের সূত্রপাত। পুলিশ জানিয়েছে, উত্তেজিত জনতা একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। একটি ট্যাক্সিও ভাঙচুর করা হয়। দু’পক্ষ একে অন্যকে লক্ষ করে ইট ও কাচের বোতল ছোড়ে বলেও অভিযোগ। পরিস্থিতি সামলাতে নামানো হয় র‌্যাফ।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ফের দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় বাসিন্দা মণিকা দাস বলেন, ‘‘এর আগে একাধিক বার আকাশ মহিলাদের আক্রমণ করেছে। বার বার একই ঘটনা ঘটলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।’’ ভারপ্রাপ্ত ডিসি (দক্ষিণ-পূর্ব ডিভিশন) রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘‘মূল অভিযুক্ত আকাশ-সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE