ফি বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে গিয়ে নাগরিক দুর্ভোগ ডেকে আনলেন সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। শুক্রবার সকালের ব্যস্ত সময়ে প্রায় দু’ঘণ্টা ধরে স্কুলের সামনে ম্যান্ডেভিল গার্ডেন্সের রাস্তা অবরোধ করে রাখেন তাঁরা। যার জেরে দুর্ভোগ পোহাতে হয় অসংখ্য মানুষকে।
সম্প্রতি ওই স্কুলের ফি বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন কর্তৃপক্ষ। সেই বৃদ্ধির পরিমাণ ২৩-২৫ শতাংশ বলে অভিযোগ। অভিভাবকদের বক্তব্য, প্রতি বছর ফি বাড়লেও এ বারের বৃদ্ধির হার খুবই বেশি। এ দিন সকাল
সাড়ে ১০টা নাগাদ সাউথ পয়েন্টের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। তাঁরা দাবি জানান, জুনিয়র স্কুলের প্রিন্সিপালকে বাইরে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। ওই বিক্ষোভের মধ্যেই সকালের বিভাগের ছুটি হয়ে যায়। দিবা বিভাগের পড়ুয়ারা তখন স্কুলে ঢুকছিল। বিক্ষোভের জেরে