Advertisement
E-Paper

স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে আইন চান অভিভাবকেরা

বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে অবিলম্বে আইন প্রণয়নের দাবি জানাল ‘ইউনাইটেড গার্ডিয়ানস ফোরাম’। কলকাতার প্রায় ২৫টি বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে তৈরি এই মঞ্চের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার এ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৭

বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে অবিলম্বে আইন প্রণয়নের দাবি জানাল ‘ইউনাইটেড গার্ডিয়ানস ফোরাম’। কলকাতার প্রায় ২৫টি বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে তৈরি এই মঞ্চের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার এ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বিভিন্ন বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির অভিযোগে বিক্ষোভ এখন পরিচিত ঘটনা। গত মাসেই দমদমের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ফি বৃদ্ধির অভিযোগে অভিভাবকেরা রাস্তায় নেমেছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে বেলাগাম ফি বৃদ্ধি আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। একটি ‘সেল্ফ রেগুলেটরি কমিটি’ গড়ার কথাও জানিয়েছিলেন তিনি। স্কুলের ফি নির্ধারণ করতে একটি সাব-কমিটিও তৈরি করা হয়েছিল। যদিও তাদের কাজ বিশেষ এগোয়নি বলেই কমিটি সূত্রের খবর। গত নভেম্বরে এ বিষয়ে বিধানসভায় বিল আনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, সংখ্যালঘু শ্রেণিভুক্ত বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির ক্ষেত্রে সরকার কি আদৌ হস্তক্ষেপ করতে পারে?

ফি বৃদ্ধি আটকাতে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি স্কুলের পরিকাঠামো অনুযায়ী ফি ঠিক করা এবং ব্যাগের ভার নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছে ‘ইউনাইটেড গার্ডিয়ানস ফোরাম’। ফোরামের অন্যতম আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য এ দিন বলেন, ‘‘বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি। তিনি সহমত পোষণ করেছেন। মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাব।’’

Private Schools Fee Structure Mamata Banerjee Education Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy