Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ভাগাড়-কাণ্ডে জামিন মঞ্জুর

প্রায় ১০ মাস পরে জামিন পেল দেগঙ্গার ভাগাড়-কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত কৌসর আলি ঢালি।

কলকাতা হাইকোর্ট। —ফাইল চিত্র।

কলকাতা হাইকোর্ট। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০০:৪৪
Share: Save:

প্রায় ১০ মাস পরে জামিন পেল দেগঙ্গার ভাগাড়-কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত কৌসর আলি ঢালি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ ওই জামিন মঞ্জুর করে। চার দিকে ঘেরা পরিত্যক্ত জায়গার মধ্যে দেগঙ্গায় দিনের পর দিন ধরে চলছিল মরা পশুর মাংস কেটে পাচারের কাজ। সেই ভাগাড়-কাণ্ড প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসে সিআইডি। তোলপাড় শুরু হয় সর্বত্র। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মরা পশুর মাংস পাচারের অভিযোগে ধরা পড়ে বেশ কয়েক জন। তাদের জেরা করেই গত বছর ২৪ মে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে এই কারবারের মূল চাঁই কৌসরকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকে জেলেই ছিল কৌসর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bail Calcutta High Court Rotten Meat Case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE